Reserve Bank of India: আজ বৃহস্পতিবার ৮ অগাস্ট শেষ হল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক এবং এই বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পাশাপাশি ব্যাঙ্কিং কাজকর্মে আরেকটি সুবিধে করে দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্ক (RBI MPC Meeting) আজকের মুদ্রানীতির বৈঠকে জানান যে, এবার থেকে চেক ক্লিয়ারেন্স (Cheque Clearance) পেতে আর ২ দিন সময় লাগবে না সাধারণ মানুষের। এর মাধ্যমে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত স্তরের মানুষ ও প্রতিষ্ঠানের সুবিধে হল।
চেক ক্লিয়ারিং টাইম কমানো হয়েছে
এবার থেকে ব্যাঙ্কে চেক জমা করলে তা ক্লিয়ারেন্স (Cheque Clearance) পেতে আর ২ দিন সময় লাগবে না। আপনি চেক জমা দিলে তা সেদিনের মধ্যেই ক্লিয়ারেন্স পেয়ে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। এর মাধ্যমে আপনার অনেক কাজ বেশ সহজ হয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে এর মাধ্যমে চেক যিনি দিচ্ছেন আর যাকে দিচ্ছেন তারা দুজনেই উপকৃত হবেন, সময়ও বাঁচবে অনেক। ব্যাঙ্কিং কাজকর্মের ক্ষেত্রে সুবিধে হবে সাধারণ মানুষের। শক্তিকান্ত দাস চেক ট্রাঙ্কেশন সিস্টেমের অধীনে ২ দিনের বদলে কয়েক ঘণ্টায় চেক ক্লিয়ারেন্স (Cheque Clearance) দেওয়ার কথা জানিয়েছেন।
রেপো রেট এবারেও কমাল না RBI
আজকের মুদ্রানীতির বৈঠকে নবমবারের মত রেপো রেট একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবারেও সেই একই রেপো রেট স্থির রাখা হল। কোনও বদল নেই। ফলে ইএমআই-এর চাপ এখনই কমছে না সাধারণ মানুষের।
ডিজিটাল লেন্ডিং সিস্টেমে নিয়ন্ত্রণ রয়েছে RBI-এর
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে সমস্ত ডিজিটাল লেন্ডিং অ্যাপের একটি পাবলিক রিপোজিটরি খোলা হবে যার মাধ্যমে অনৈতিক ও অনিবন্ধীত অ্যাপগুলিকে বন্ধ করা যাবে। একটি নিয়ন্ত্রিত সংস্থার অধীনে আনা যাবে এই সমস্ত অ্যাপগুলিকে। এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়া নেওয়ার কার্যক্রমকে ট্র্যাক করাও অনেক সহজতর হবে। এর মাধ্যমে ডিজিটাল লেন্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত মানুষ সমস্যার মুখে পড়ছিলেন, তাদের এবার খানিক সুরাহা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stock Market Closing: ভয় দেখাচ্ছে বাজার ! শুক্রতেই কি বড় ধস ? আজ বাজারে টপ গেনার-লুজার ছিল এরা