Stock Market : সব জল্পনার অবসান। শুক্রবার একই রেপো রেট (Repo Rate) বজায় রাখল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। নতুন এই ঘোষণা বিনিয়োগকারীদের (Investment) মনে আশা জাগিয়েছে। RBI-এর এই ঘোষণা নিয়ে কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ? 


বাজার বিশেষজ্ঞরা কোথায় বিনিয়োগের কথা বলছেন 
এখন থেকে খুচরো বিনিয়োগকারীরা স্থায়ী ইনকামের জায়গায় বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন। অন্তত সেই কথাই বলছেন বাজার বিশেষজ্ঞরা। স্থির আয়ের পণ্যগুলিতে বিনিয়োগ করার জন্য এটি একটি দুর্দান্ত সময় । এখন মার্কেট অ্যানালিস্টরা সরকারি বন্ড, কর্পোরেট বন্ড, ফিক্সড ডিপোজিট (এফডি)প্রোডাক্টের মতো বিভিন্ন পণ্য জুড়ে হাই ইল্ডের সুবিধা আশা করছেন। এই বিষয়ে বাজার বিশেষজ্ঞ Jiraaf-এর সহ-প্রতিষ্ঠাতা,সৌরভ ঘোষ ফিক্সড ইনকামের দিকে বিনিয়োগকারীদের মন দিতে বলেছেন। 


Reserve Bank : কী কারণে এই কথা বলা হচ্ছে
আজ RBI মূল রেপো রেট 6.50 শতাংশে অপরিবর্তিত রাখার কারণে মূল মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। এই বৃদ্ধির হার প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে বলে মনে করছে বিকশেষজ্ঞরা। বর্তমান সময়ে বৃহত্তর শিল্পের জন্য রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণা ভারতের অর্থনীতিতে স্থিতিশীলতা নিয়ে এসেছে। 


 Banking Stocks: ব্যাঙ্কিং স্টকে নতুন করে গতি আসতে চলেছে ?
আজ রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট নিয়ে রাইট রিসার্চের স্মলকেস ম্যানেজার ও প্রতিষ্ঠাতা সোনম শ্রীবাস্তব জানিয়েছেন, শেয়ার বাজারের দৃষ্টিকোণ থেকে এই ঘোষণা বিনিয়োগকারীদের মনোভাবে ইতিবাচক আশা জাগাবে।  বাজারের গতিশীলতাকে প্রভাবিত করতে পারে রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত। এরফলে ব্যাঙ্কিং স্টকগুলির মধ্যে একটি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যেতে পারে। একইভাবে রিয়েল এস্টেট ও পরিকাঠামো শিল্পে এই সুদের হারের পরিবর্তন শেয়ার বাজারের বিভিন্ন স্টকে গতি নিয়ে আসবে। 


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন :  Fake Loan Apps: জাল লোন অ্যাপে ক্লিক করছেন না তো ? সব টাকা হারাবেন !