RBI Repo Rate Unchanged: ২০২৪-২৫ অর্থবর্ষের সম্পূর্ণ বাজেট পেশের আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI MPC Meeting) তাঁর মুদ্রানীতির বৈঠক শেষ করল আজ। আর এই বৈঠক শেষ হওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান যে, এবারেও রেপো রেটে কোনও বদল হচ্ছে না। আগের মতই ৬.৫ শতাংশই থাকছে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট। এর ফলে ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর যে সুদ (Repo Rate) মিলছিল তাতে বদল হবে না। আবার হোম লোনের ক্ষেত্রে ইএমআইয়ের বোঝাও কমবে না। এই নিয়ে অষ্টমবার অপরিবর্তিত রাখা হল রেপো রেট (RBI Repo Rate)।


১৬ মাস ধরে একই আছে রেপো রেট


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আজ মুদ্রানীতির বৈঠক শেষে জানালেন যে, এবারেও রেপো রেট একই থাকবে ৬.৫ শতাংশ হারে। এই নিয়ে অষ্টমবার রেপো রেটে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট (RBI MPC Meeting) বদল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখনই রেপো রেট বাড়িয়ে করা হয় ৬.৫ শতাংশ আর তারপর থেকে একই আছে সেই রেপো রেট।


ঋণের উপর সুদের হার কমবে না


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের আজকের ঘোষণা অনেককেই হতাশ করেছে। যারা ভেবেছিলেন যে সুদের হার হয়ত এবার কমবে, তারা আশাহত হয়েছেন। রেপো রেটে কোনও বদল না হওয়ায় সাধারণ মানুষের উপর ইএমআইয়ের চাপ কমবে না এখনই। তবে যাদের ব্যাঙ্কে স্থায়ী আমানত করা আছে, তাদের জন্য সুখবত। যেমন বেশি হারে সুদ মিলছিল স্থায়ী আমানতের উপর, সেই সুদের হার বহাল থাকবে। এফডিতে বিনিয়োগ করতে চাইলে বেশি সুদ মিলবে।


রেপো রেট এবং রিভার্স রেপো রেট আসলে কী


রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে দেশের সমস্ত ব্যাঙ্ককে টাকা ধার দেয় তাঁকে বলা হয় রেপো রেট। তাই রেপো রেটে বদল হলে তাঁর প্রভাব পড়ে পার্সোনাল লোন, গাড়ির লোন, হোম লোন ইত্যাদির উপর। রেপো রেট কমলে ঋণের উপর সুদের হারও কমে যায়, ফলে মানুষের ইএমআইয়ের চাপ খানিক কমে। আর একইভাবে রেপো রেট বাড়লে ঋণের বোঝা বাড়ে। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা করা টাকার উপর যে সুদ ব্যাঙ্ককে দেওয়া হয় তাঁকে বলা হয় রিভার্স রেপো রেট। এই সুদের হার ব্যাঙ্কের আর্থিক মুনাফার কারণ।


আরও পড়ুন: Petrol, Diesel Price Today: ভোটের ফল বেরোতেই দাম কমল পেট্রোলের ? আজ কলকাতায় কত হল লিটার