Reserve Bank Of India:দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে ফের একবার  রেপো রেট বৃদ্ধি করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আজই হতে পারে সেই ঘোষণা। যার ভয়াবহ প্রভাব পড়তে পারে দেশের শেয়ার বাজারে। একবার রেপো রেট বৃদ্ধি পেলে আরও ব্যয়বহুল হবে ঋণের ইএমআই (EMI)। 


RBI MPC Meeting: কত রেট বাড়াতে পারে রিজার্ভ ব্য়াঙ্ক ? 
গত ২৮ সেপ্টেম্বর থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI)আর্থিক নীতি কমিটির (MPC)বৈঠক শুরু হয়েছে। আজ দেশের আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতি ঘোষণা করতে চলেছে  কেন্দ্রীয় ব্যাঙ্ক।  রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সকালে রেপো রেট ও অন্যান্য নীতির হার ঘোষণা করবেন। সম্ভবত আজ RBI রেপো রেট ০.৫০ শতাংশ বাড়াতে চলেছে। যদি এই ঘটনা ঘটে,তবে ব্যাঙ্কগুলির জন্য আরবিআই থেকে ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। ফলে গ্রাহকদের আরও চড়া সুদে ঋণ দেবে ব্যাঙ্কগুলি।  যে কারণে সাধারণ মানুষের জন্য EMI আরও ব্যয়বহুল হতে চলেছে।


Reserve Bank Of India: দেশের বর্তমান রেপো রেট
রিজার্ভ ব্যাঙ্ক ২০২২ সালের অগাস্টে তার ক্রেডিট নীতিতে রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছিল। পরে অবশ্য় এটি ৫.৪০ শতাংশে নেমে আসে। আরবিআই মে মাসে ০.৪০ শতাংশ, জুনে ০.৫০ শতাংশ ও অগাস্টে রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছে। আজ যদি আরবিআই রেপো রেট ০.৫০ শতাংশ বাড়ায়, তবে তা ৫.৯০ শতাংশে চলে আসবে।এ বছর এখন পর্যন্ত রেপো রেট ১৪০ বেসিস পয়েন্ট বেড়েছে।এই বছর এখনও পর্যন্ত আরবিআই মোট ১৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে।  যার সরাসরি প্রভাব পড়েছে ব্যাঙ্কগুলিতে। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির জেরে অনেক ব্যাঙ্ক তাদের ঋণের হার ০.৭৫ শতাংশ বাড়িয়েছে।


RBI MPC Meeting: বিশেষজ্ঞরা কী বলছেন ?
বেশিরভাগ আর্থিক বিশেষজ্ঞের মতে, দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে এবারও হার বাড়ানোর ঘোষণা করতে পারে আরবিআই। অগাস্টে, খুচরো মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশের কাছাকাছি এসেছিল। যা RBI ৪ শতাংশের মধ্য়ে রাখতে চায়। তবে কেবল রিজার্ভ ব্যাঙ্কই নয়, বিশ্ববাজারের দিকে নজর দিলে দেখা যাবে, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও তাদের সুদের হার বাড়াচ্ছে। বিশ্বের বুকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এই বাড়তি রেপো রেটের পথে হাঁটছে সব দেশ।  সম্প্রতি, ২১ সেপ্টেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভও সুদের হার বাড়িয়েছে, যা আরবিআই-এর নজরে থাকবে।