Registered Post: কিছুদিন আগেই ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে জানানো হয়েছিল যে দীর্ঘ ৫০ বছর ধরে চলে আসা রেজিস্টার্ড চিঠির পরিষেবা বন্ধ হতে চলেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই পরিষেবা বন্ধ হয়ে যাবে সমস্ত গ্রাহকদের জন্য। তবে এবার সাধারণ মানুষের মনের জট কাটাতে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে এই রেজিস্টার্ড ডাকের পরিষেবা এবার থেকে স্পিড পোস্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে এখনই এই পরিষেবা বন্ধ হচ্ছে না, থাকছে নতুনভাবে। ১ সেপ্টেম্বর থেকে তাই দেশের সমস্ত পোস্ট অফিসে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা যুক্ত হয়ে যাবে স্পিড পোস্টের সঙ্গে।
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে যে ডাক পরিষেবাকে সহজতর করার জন্য এবং উন্নত করার জন্য, লজিস্টিক পরিষেবাগুলিকে আরো বেশি কর্মক্ষম করার জন্য ডাক বিভাগ রেজিস্টার্ড পোস্ট ও স্পিড পোস্ট পরিষেবাকে একত্রিত করেছে। এই সংযুক্তকরণের মাধ্যমে ব্যাকএন্ড দক্ষতা বাড়বে, পরিবহনে দেরি হওয়া আটকাবে এবং নেটওয়ার্ক জুড়ে আরও ভাল সংযোগ প্রদান করবে। রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্ট দুইই অ্যাকাউন্টেবল সার্ভিস যেখানে ট্রান্সমিশনের প্রতিটি পর্যায়ে রেকর্ড রাখা হয়। তবে এই দুই পরিষেবার মূল পার্থক্য হল তাদের ডেলিভারি প্রোটোকল। রেজিস্টার্ড পোস্ট ঠিকানা-নির্দিষ্ট নয়, গ্রাহক নির্দিষ্ট পরিষেবা, শুধুমাত্র গ্রাহক বা তাঁর অনুমোদিত ব্যক্তির কাছে এটি দেওয়া হবে। অন্যদিকে স্পিড পোস্ট ঠিকানা-নির্দিষ্ট পরিষেবা, নির্দিষ্ট ঠিকানায় যে কোনও গ্রাহকের কাছে এটি দেওয়া হবে।
এই ইন্টিগ্রেশনের পর থেকে স্পিড পোস্ট লেটার ও স্পিড পোস্ট পার্সেল ঠিকানা-নির্দিষ্ট ডেলিভারি দেবে, অন্যদিকে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্পিড পোস্ট হিসেবে বুক করা জিনিসপত্র ঠিকভাবে নির্দিষ্ট ঠিকানার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে। স্পিড পোস্টের অধীনেই গ্রাহকরা রেজিস্ট্রেশনের সুবিধে পেতে থাকবেন, একইসঙ্গে প্রিমিয়াম স্পিড পোস্ট ফিচার্সগুলিও উপভোগ করতে পারবেন যেমন-
এন্ড টু এন্ড অনলাইন ট্রাকিং
রিয়েল টাইম ডেলিভারি আপডেট
ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি সার্ভিস
ক্রেডিট সুবিধে
ভলিউম-ভিত্তিক ছাড়ের সুবিধে
কর্পোরেট কাস্টমারদের জন্য ন্যাশনাল অ্যাকাউন্ট ফেসিলিটি