Reliance AGM 2023 Highlights: ২৮ অগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। তিনি জানিয়েছেন, গণেশ চতুর্থীর দিন লঞ্চ হবে জিও এয়ার ফাইবার (Jio Air Fiber)। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে রিলায়েন্সের আজকের মিটিংয়ে। একনজরে সেগুলোই দেখে নেওয়া যাক।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (২০২৩)
১। রিলায়েন্স বোর্ড থেকে সরে গিয়েছেন নীতা অম্বানি।সেই জায়গায় কোম্পানির বোর্ডে যুক্ত হয়েছেন মুকেশ অম্বানির তিন সন্তান আকাশ, অনন্ত এবং ঈশা অম্বানি। এবার থেকে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব সামালাবেন নীতা অম্বানি। এর পাশাপাশি মুকেশ অম্বানি জানিয়েছেন, আরও ৫ বছর রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি এবগ পরবর্তী প্রজন্মের মুখ হবেন যাঁরা, তাঁদের গ্রুমিংয়ের দায়িত্ব নেবেন।
২। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন লঞ্চ হবে জিও এয়ার ফাইবার। এর আগে লঞ্চ হয়েছে জিও ফাইবার। জানা গিয়েছে, জিও এয়ার ফাইবার আসলে ফাইবার-লাইক ইন্টারনেট পরিষেবা দেবে ইউজারদের। অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পাওয়া যাবে এখানে। বাতাসে চালু থাকবে এই কানেকশন, পুরোটাই ওয়্যারলেস ব্যবস্থা। শুধুমাত্র ডিভাইস প্লাগ-ইন করে সুইচ দিলেই কাজ শেষ ইউজারদের। তবে এর জন্য ইউজারের বাড়িতে ব্যক্তিগত ওয়াই-ফাই হটস্পট থাকতে হবে। সেখানে সংযুক্ত থাকবে আলট্রা হাই-স্পিড ইন্টারনেট, যার মাধ্যমে ট্রু ৫জি ব্যবহার করা যাবে। জিও কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে।
৩। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও ভাবনাচিন্তা রয়েছে রিলায়েন্স সংস্থার। সকলের কাছে এবং সর্বত্র এআই পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্রতী হয়েছে তারা। ভারতের সাধারণ নাগরিক, এদেশের ব্যবসায়িক ক্ষেত্র এবং সরকার যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা পান সেটাই খেয়াল রাখবে রিলায়েন্স। ভারতের জন্য প্রয়োজনীয় এআই মডেল নির্মাণ করতে চাইছে তারা। এছাড়াও বিভিন্ন ডোমেনে এআই ভিত্তিক সমস্যার সমাধান করাও তাদের লক্ষ্য।
৪। মুকেশ অম্বানি ঘোষণা করেছেন যে রিলায়েন্স গোষ্ঠী আগামী ৫ বছরে ১০০টি কম্প্রেসড বায়ো-গ্যাস প্ল্যান্ট নির্মাণ করবে। এখানে কৃষিক্ষেত্র থেকে আসা বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হবে বায়ো-গ্যাস। প্রাথমিক পর্যায়ে ৫টি কম্প্রেসড বায়ো-গ্যাস প্ল্যান্ট নির্মাণ করবে রিলায়েন্স সংস্থা।
৫। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানি ঘোষণা করেছেন Bill and Melinda Gates Foundation- এর সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে রিলায়েন্স। এক্ষেত্রে মূলত মহিলাদের কল্যাণ এবং ক্ষমতায়নের কাজ করা হবে। ভারতের ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ মহিলা entrepreneurs-দের নিয়ে কাজ হবে। আগামী তিন বছরের মধ্যে এইসব মহিলাদের বিভিন্ন ফার্ম এবং নন-ফার্ম, দু'ক্ষেত্রেই যুক্ত করা হবে যাতে তাঁরা সেখান থেকে আয়ের পথ খুঁজে পান। বছর অন্তত এক লক্ষ টাকা যেন তাঁরা উপার্জন করতে পারেন সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নীতা অম্বানি।
আরও পড়ুন- গণেশ চতুর্থীতে আসছে জিও এয়ারফাইবার, আরও বেশি স্পিড