নয়াদিল্লি: মার্কিন সংস্থা অ্যামাজনের (Amazon) সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চালিয়েও বরাত খুলল না ফিউচার গ্রুপের (Future Group)। বরং তাদের সঙ্গে ২৪ হাজার ৭০০ কোটির চুক্তি থেকে এ বার সরে দাঁড়াল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Relaince Industrires Limited)। রিলায়্যান্স জানিয়েছে, খুচরো ব্যবসা-সহ ফিউচার রিটেল লিমিটেড-এর সিকিয়োর্ড ক্রেডিটর্স, অর্থাৎ যে সমস্ত ব্যাঙ্ক এবং অর্থনৈতিক সংস্থার কাছে সম্পত্তি বন্ধক রেখে ঋণ নেওয়া যায়,  তারা এই চুক্তিতে সায় দেয়নি। তাই এই চুক্তি কার্যকর করা সম্ভব হচ্ছে না। 


ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তিতে আর এগোবে না রিলায়্যান্স


শনিবার স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা। তারা জানায়, ফিউচার গ্রুপের খুচরো ও পাইকারি ব্যবসা, যাবতীয় রসদ এবং গুদাম রিলায়্যান্সে হস্তান্তর প্রক্রিয়া কার্যকর করা সম্ভব হচ্ছে না।  কারণ অংশীদার এবং ঋণদাতাদের মধ্যে ভোটাভুটি হলে, ফিউচার রিটেল লিমিটেড হস্তান্তরের পক্ষে ভোট দিলেও, ঋণদাতারা এর বিরোধিতা করে। তাই চুক্তি কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


২০২০-র ২৯ আগস্ট ফিউচার গ্রুপের সম্পত্তি নিজেদের হাতে হস্তান্তর করার কথা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল রিলায়্যান্স। বলা হয়েছিল, ২৪ হাজার ৭৩১ কোটি টাকার চুক্তি অনুযায়ী, রিলায়্যান্সের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (RRVL), রিলায়্যান্স রিটেল, ফ্যাশন লাইফস্টাইল লিমিটেডের হাতে ফিউচার গ্রুপের যাবতীয় সম্পত্তি হস্তান্তর করা হবে। ভোটাভুটিতে তা আটকে যাওয়ায় স্টক এক্সচেঞ্জকে চুক্তি বাতিল হওয়ার কথাও জানাল তারা। এ নিয়ে  কোনও প্রতিক্রিয়া দেয়নি ফিউচার এবং অ্যামাজন।


আরও পড়ুন: PM Kisan Scheme: শীঘ্রই অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা, কবে আসবে জানেন ?


ঋণভারে ডুবে থাকা ফিউচার গ্রুপকে অধিগ্রহণ করতে চুক্তি সেরেছিল রিলায়্যান্স। যদিও শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করছিল অ্যামাজন। কারণ অ্যামাজনের সঙ্গে আগেই একটি চুক্তি হয়েছিল ফিউচার গ্রুপের, যার আওতায় অ্যামাজনের অনলাইন প্ল্যাটফর্মে  ফিউচার গ্রুপের পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  তাই তাদের টপকে রিলায়্যান্সের সঙ্গে চুক্তি সেরে ফিউচার গ্রুপ নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে অ্যামাজন।   সেই নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘ আইনি লড়াইও চলেছে। গত মাসে সুপ্রিম কোর্টে ফিউচার গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনে অ্যামাজন। 


ফিউচার গ্রুপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা


ফিউচার গ্রুপ এবং রিলায়্যান্সের মধ্যে স্বাক্ষরিত  চুক্তি অনুযায়ী, ফিউচার গ্রুপের ১৯টি সংস্থাকে একটি সংস্থায় রূপান্তরিত করে তার উপর রিলায়্যান্সের নিয়ন্ত্রণ কায়েম হওয়ার কথা ছিল। কিন্তু তাতে ঋণদাতাদের ৭৫ শতাংশকেই সায় দিতে হতো। তা না হওয়াতেই চুক্তি থেকে সরে দাঁড়াল রিলায়্যান্স। তাতে ফিউচার গ্রুপের ভবিষ্যৎ ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হল। কারণ এমনিতেই তাদের বিরুদ্ধে আ্তর্জাতিক আদালতে মামলা করেছে অ্যামাজন। রাষ্ট্রায়াত্ত ব্য়াঙ্কও দেউলিয়া আইনে মামলা শুরু করার আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই তাদের ৩৫০ বিপণি রিলায়্যান্সের হাতে গিয়েছে, সেই সম্পত্তির কী হবে, তা নিয়েও আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। পাশাপাশি রিলায়্যান্স চুক্তি বাতিল করায়, ফিউচার গ্রুপ ঋণ শোধ করবে কী করে, তা নিয়েই প্রশ্ন উঠছে।