মুম্বই: ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পথ অনুসরণ করে মোবাইল তারিফ (চার্জ) বাড়ানোর সিদ্ধান্ত নিল রিলায়েন্স জিও। দেশের অন্যতম বৃহত্তম এই টেলিকম অপারেটরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এই প্রথমবার সম্ভবত তারিফ বৃদ্ধি করতে চলেছে রিলায়েন্স জিও। এক বিবৃতিতে জিও-র তরফে বলা হয়েছে-- অন্যান্য অপারেটরদের মতো, রিলায়েন্সও সরকারের সঙ্গে একযোগে কাজ করবে। সরকারের প্রয়োগ করা বিভিন্ন নিয়ন্ত্রণ নীতি যথাযথ অনুসরণ করা হবে এবং গ্রাহকদের সুবিধার্থে টেলিকম সেক্টরকে শক্তিশালী করা হবে। একইসঙ্গে, চার্জ বাড়ানোর সময় মাথায় রাখা হবে যাতে তা কোনওভাবেই ডেটা ব্যবহারের বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত না করে এবং বিনিয়োগ বজায় থাকে।
সম্প্রতি, দেশব্যাপী তারিফ প্ল্যানের খরচ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন ও এয়ারটেল। প্রসঙ্গত, ২০১৯ সালের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, ৫০ হাজার কোটি টাকার লোকসান হয়েছে ভোডাফোনের। এয়ারটেলের সঙ্গে মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৭৪ হাজার কোটি টাকা।
এই দুই সংস্থার তরফে জানানো হয়েছে, নজিরবিহীন আর্থিক ক্ষতি ও সরকারের কাছে ক্রমবর্ধমান বকেয়া ঋণের বোঝার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। সংস্থা জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে নতুন তারিফ কার্যকর হবে। অন্যদিকে এয়ারটেলও জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন তারিফ কার্যকর হবে।
ফলত, আগামী মাস থেকেই প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের জন্য গ্রাহককে বাড়তি খরচ বহন করতে হবে।
ভোডাফোন, এয়ারটেলের পর মোবাইল তারিফ বাড়ানোর সিদ্ধান্ত রিলায়েন্স জিও-র
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2019 12:58 PM (IST)
দেশের অন্যতম বৃহত্তম এই টেলিকম অপারেটরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -