Anil Ambani Share: কিছুদিন আগে থেকেই অনিল আম্বানির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংস্থা রিলায়েন্স পাওয়ারের স্টকের দাম হু হু করে বেড়ে চলেছে। ঠিক যেদিন থেকে এই সংস্থা ঘোষণা করেছে যে তারা ঋণমুক্ত সংস্থায় পরিণত হয়েছে, সেদিন থেকেই এই উত্থান এসেছে স্টকে। আর এখন এই সংস্থার সহযোগী রোজা পাওয়ারও তাদের ৮৫০ কোটি টাকার ঋণ পরিশোধ করে দিয়েছে। ফলে এই সহযোগী সংস্থাও এখন ঋণমুক্ত। এই খবর পাওয়ার পরেই বিনিয়োগকারীরা মনে করছেন রিলায়েন্স পাওয়ারের স্টকের দাম ফের বাড়তে পারে।


১৮ সেপ্টেম্বর থেকে আপার সার্কিটে এই স্টক


১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রিলায়েন্স পাওয়ার সংস্থা ঘোষণা করেছিল বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেড সংস্থার গ্যারান্টার হিসেবে এই সংস্থা ৩৮৭২.০৪ কোটি টাকার ঋণ শোধ করেছে। আর গত সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রিলায়েন্স পাওয়ারের বোর্ড রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের কাছ থেকে ৬০০ কোটি টাকার প্রেফারেন্সিয়াল ইস্যুতে অনুমোদন দিয়েছে। এই খবরের পরে রিলায়েন্স পাওয়ারের শেয়ার ১৮ সেপ্টেম্বর থেকেই একটানা আপার সার্কিটে রয়েছে।


৬ দিনে বেড়েছে ৩৪ শতাংশ


১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই স্টকের দাম ছিল ৩১.৪০ টাকা, সেখান থেকে ২৫ সেপ্টেম্বর এই স্টকের দাম উঠে আসে ৪২.০৫ টাকায়। তার মানে এই ৬টি সেশনের মধ্যে স্টকের দাম বেড়েছে ৩৪ শতাংশ। ২০১৮ সালের এপ্রিলের পর এটাই রিলায়েন্স পাওয়ারের শেয়ারে সর্বকালীন উচ্চতা। ২০২৪ সালেই এই স্টকের দাম ৮০ শতাংশ বেড়েছে আর ১ বছরে বেড়েছে ১২২ শতাংশ। এছাড়া ২ বছরে ১৫০ শতাংশ এবং ৩ বছরে ২২০ শতাংশ আর ৫ বছরের নিরিখে ১৪৩০ শতাংশ রিটার্ন দিয়েছে এই রিলায়েন্স পাওয়ারের স্টক।   


নতুন সুযোগের সন্ধানে রয়েছে রিলায়েন্স পাওয়ার


রিলায়েন্স পাওয়ারের সহযোগী সংস্থা রোজা পাওয়ার এখন সম্পূর্ণরূপে ঋণমুক্ত সংস্থা। আর এই সংস্থা তার বাকি ঋণ আগামী ত্রৈমাসিকের মধ্যেই শোধ করার প্রয়াস করছে বলে জানা গিয়েছে। রোজা পাওয়ার এখন উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিচালনা করে। রিনিউয়েবল এনার্জির দুনিয়ায় এখন নতুন সুযোগের সন্ধানে রয়েছে রিলায়েন্স পাওয়ার সংস্থা। রিলায়েন্স পাওয়ারের সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারও তাদের বকেয়া ঋণ ৩৮৩১ কোটি টাকা থেকে কমিয়ে এনেছে ৪৭৫ কোটি টাকায়।



আরও পড়ুন: Petrol Price: পেট্রোল ডিজেলের দাম কমল এই ৫ শহরে, আজ ফুলট্যাঙ্ক তেল ভরাতে কত খরচ ?