পীযূষ পাণ্ডে: আজ রিলায়েন্সের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২টোয় শুরু হবে বৈঠক। করোনাকালে, ভার্চুয়াল মাধ্যমে হবে এই বৈঠক। 


আজকের বৈঠকে শীর্ষ পদাধিকারীদের সঙ্গে সংস্থার গত একবছরের পারফরম্যান্সের বিশ্লেষণ করার পাশাপাশি ভবিষ্যৎ দিশা স্থির করবেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি। 


এদিকে, এজিএম-এর আগে আজ বম্বে স্টেক এক্সচেঞ্জে রিলায়েন্সের শেয়ারে পতন হয়। জানা গিয়েছে, এদিন বাজার খোলার সময় রিলায়েন্সের শেয়ার দর ০.৭ শতাংশ বা ১৫ টাকা পড়ে ২১৯০ টাকায় দাঁড়িয়েছে।


গত ১০ বছরের পরিসংখ্যান বলছে, এজিএম-এর পর রিলায়েন্সের শেয়ার দর পড়ছে ৬ বার, উঠেছে ৪ বার। এর আগে, এজিএমের পর রিলায়েন্সের শেয়ারের সবচেয়ে বৃদ্ধি হয়েছিল ২০১৯ সালে। সেবছর শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধি পেয়ছিল। অন্যদিকে, গত বছর তা ৩.৭১ শতাংশ পড়ে যায়। 


ফলে, বিনিয়োগকারী থেকে শুরু করে সংস্থার শেয়ারহোল্ডার, বণিকমহল থেকে শুরু করে বিশেষজ্ঞমহল-- আজকের বার্ষিক সভার দিকে নজর সকলের। আজকের বৈঠকে মুকেশ অম্বানি কী কী ঘোষণা করেন, তিনি কী কী সিদ্ধান্ত নেন, তার ওপর অনেকটাই নির্ভর করছে আগামীদিনে সংস্থা কোন দিশায় যাবে। 


এক নজরে দেখে নেওয়া যাক আজকের বৈঠকে কী কী ঘোষণা আশা করা যেতে পারে----


দীর্ঘদিন ধরে ফাইলবন্দি হয়ে থাকা সৌদি আরামকোর সঙ্গে চুক্তি নিয়ে বক্তব্য পেশ করতে পারেন রিলায়েন্স কর্ণধার। প্রসঙ্গত, ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিময়ে আরামকোর ২০ শতাংশ কেনার কথা রিলায়েন্সের। 


গুগল ও জিওবুকের সঙ্গে যৌথ সহযোগিতায় নিজেদের প্রথম ৫জি স্মার্টফোনের সূচনা করতে পারে রিলায়েন্স। পাশাপাশি, রিলায়েন্স জিও তরফে কম দামী ল্যাপটপের আত্মপ্রকাশ ঘটতে পারে। বিনিয়োগকারীরা, এই ঘোষণার বিষয়ে ভীষণই কৌতুহলী। 


জিও মার্ট ও আজিও নিয়ে ঘোষণা হতে পারে আজকের বৈঠকে। এমনিতে ২০০টি শহরে উপস্থিতি রয়েছে জিও মার্টের। অর্থনীতি বিশেষজ্ঞ সংস্থা গোল্ডম্যান স্যাকস-এর অনুযায়ী, এবার খুচরো বিপণীতে আরও বেশি বিনিয়োগ করতে পারে রিলায়েন্স।


এছাড়া, মূল সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে জিও, খুচরো ও পেট্রো সংস্থার ব্যবসায়িক সম্পর্ক কেমন হবে, তার রূপরেখা স্থির করতে পারেন মুকেশ অম্বানি বলে মনে করছেন অনেকে।