Reliance Industries : সিদ্ধান্ত বদল, 'অপারেশন সিঁদুর'কে (Operation Sindoor) ট্রেডমার্ক হিসেবে রেজিস্ট্রেশন করবে না রিলায়েন্স (Reliance Industries) । জোর বিতর্কের মাঝেই এই নিয়ে বিবৃতি দিল কোম্পানি। কেন 'অপারেশন সিঁদুর' ট্রেডমার্কের দৌড় থেকে নাম তুলে নিল রিলায়েন্স ? নিজেরাই দিল সেই ব্যাখ্যা।

কেন এই কাজ করল কোম্পানিমুকেশ অম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 'অপারেশন সিঁদুরকে'কে আর ট্রেডমার্ক হিসেবে রেজিস্ট্রেশন করবে না। ইতিমধ্যেই এই বিষয়ে আবেদন প্রত্যাহার করেছে কোম্পানি। বিবৃতি দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে - অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রতীক ও জাতীয় চেতনার একটি অংশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ইউনিট জিও স্টুডিওস তাদের এই ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার করেছে, যা অসাবধানতাবশত একজন জুনিয়র অফিসার দায়ের করেছিলেন।

ইন্ডিয়া ফার্স্ট নীতিতে বিশ্বাস করে কোম্পানিবিবৃতিতে আরও বলা হয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এর সমস্ত অংশীদাররা 'অপারেশন সিঁদুর' নিয়ে অত্যন্ত গর্বিত। পহেলগাঁওয়ে পাকিস্তান পরিচালিত সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে 'অপারেশন সিঁদুর' করেছে ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অদম্য লড়াইয়ে 'অপারেশন সিঁদুর' আমাদের বীর সশস্ত্র বাহিনীর একটি গর্বিত গাঁথা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে রিলায়েন্স আমাদের সরকার ও সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে। কারণ আমরা 'ইন্ডিয়া ফার্স্ট' নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ ।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে বুধবার ভোররাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একটি বিশাল বিমান হামলা চালিয়েছে। যাতে সন্ত্রাসবাদীদের ৯টি আস্তানা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ভারতের এই সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'-এর আওতায় পরিচালিত হয়েছিল।

বুধবার সকালে মানুষ ঘুম থেকে উঠে এই হামলার খবর পায়। তারপরে 'অপারেশন সিঁদুর' নামটি সবার মুখে মুখে ঘুরতে থাকে। এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে- এর ট্রেডমার্ক পাওয়ার জন্য মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও 'অপারেশন সিঁদুর'-এর ট্রেডমার্কের জন্য আবেদন করেছিল। রিলায়েন্স সহ অন্যান্য সকল আবেদনকারী ক্লাস ৪১-এর অধীনে অপারেশন সিঁদুরের একচেটিয়া অধিকার চেয়েছিল। যদিও পরে এর থেকে সরে আসে কোম্পানি।