পার্সোনাল ফিনান্স এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লেখালিখির জন্য জনপ্রিয় লেখক রবার্ট কিয়োসাকি। তাঁর ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তিনি এর আগে ২০০৮-০৯ সালে আর্থিক সঙ্কটের ভবিষ্যৎবাণী করেছিলেন, এবার ফের স্টক মার্কেটে ধসের আশঙ্কা করেছেন তিনি। সম্ভাব্য বড় ধরনের মন্দার বিষয়ে তিনি সতর্ক করে দিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছেন যে স্টক মার্কেটের সূচকগুলি আগামীতে বিরাট পতনের ইঙ্গিত দিচ্ছে।
১১ অগাস্ট ২০২৫ তারিখের একটি পোস্টে রবার্ট কিয়োসাকি লেখেন, ‘শেয়ার বাজারের পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্টকগুলিতে। পতনের সতর্কীকরণ। তবে সোনা, রুপো ও বিটকয়েনের মালিকদের জন্য সুখবর।’ তিনি আরও লেখেন পোস্টের শেষে, ‘ব্যাড নিউজ ফর বেবি বুমারস উইথ ৪০১কে’।
ট্রাডিশনাল আর্থিক ব্যবস্থাকে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন রবার্ট কিয়োসাকি। তিনি সকলকেই নিজের বিনিয়োগে ধারাবাহিকভাবে বৈচিত্র্য আনার কথা বলেছেন। সোনা, রুপো ও বিটকয়েনের মত সম্পদে বিনিয়োগের কথা বলেছেন তিনি। তিনি যুক্তি দেন যে এগুলি অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও মার্কিন ডলারের সম্ভাব্য দুর্বলতার বিরুদ্ধে আরও ভাল হেজ প্রদান করে থাকে। গত এক বছরে সোনার দাম ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। আর রুপোর দাম এক বছরে ৪৪ শতাংশেরও বেশি বেড়েছে। সবথেকে বড় লাফ দিয়েছে বিটকয়েন। এক বছরে ১১১ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে এই সম্পদ।
রবার্ট কিয়োসাকি বরাবর ইকুইটি বাজারের ধসের আশঙ্কার কথা প্রকাশ করে এসেছেন। অন্যদিকে মূল্যবান ধাতু ও ক্রিপ্টোকারেন্সির প্রতি তিনি বরাবর আশাবাদী। কিয়োসাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিটকয়েনের দাম ১০ লক্ষ ডলার ছাড়িয়ে যেতে পারে এবং সোনা-রুপোর দাম বাড়তে পারে। তিনি বলেন যে যে সময় তিনি নিজে বিটকয়েন কিনতে শুরু করেছিলেন তখন তাঁর দাম ছিল ৬০০০ ডলার। আরও টাকা থাকলে তিনি আরও বিটকয়েন কিনতেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০৩০ সালের মধ্যে প্রতিটি বিটকয়েন মুদ্রার দাম ১ মিলিয়ন ডলারে পৌঁছাবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)