নয়াদিল্লি: ৩৫০ সিসি ক্লাসিকের পর এবার ৬৫০ সিসি ক্রুজার বাইক আনতে চলেছে Royal Enfield। ইতিমধ্যেই বেশ কয়েকবার দেশের রাস্তায় টেস্টিং মোডে দেখা গিয়েছে এই বাইক। অটোসাইটগুলির মতে , ব্ল্যাক এই বাইক আসলে এনফিল্ডের ৬৫০ সিসি নয়া ক্রুজার 'শটগান'। যদিও কেউ কেউ একে 'সুপার মিটিয়োর' বলছে।
অটো ব্লগারদের মতে, ভারতে লঞ্চ হলে এই বাইকের সঙ্গে টক্কর হবে Kawasaki Vulcan S-এর।শোনা যাচ্ছে, মিলানের EICMA 2021-তে এই বাইক প্রকাশ্যে আনতে পারে Royal Enfield। সঙ্গে দেখা যেতে পারে, আরও বেশকিছু মডেল। এর মধ্যে নাম রয়েছে Royal Enfield Scram 411-এর।
কিছুদিন আগেই Classic 350 লঞ্চ করেছে Royal Enfield। নতুন বাইকে বেশকিছু আপডেট এনেছে কোম্পানি। বিশেষ করে বাইকের ইঞ্জিন ও কালার অপশন চমকে দিয়েছে রয়্যাল এনফিল্ড অনুরাগীদের। এর ক্রোম ফিনিস ক্রজার বাইকের ডিজাইন ল্যাঙ্গোয়েজ বদলে দিয়েছে। তবে কোম্পানি জানাচ্ছে, এ বছর এখানেই থমকে থাকছে না (RE)। আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে কোম্পানির বেশকিছু নতুন মডেল।
Royal Enfield Cruiser 650 (Shotgun) অথবা সুপার মিটিয়র
ভারতীয় বাজারে বহু প্রতীক্ষিত বাইক রয়্যাল এনফিল্ড শটগান। ইতিমধ্যেই বাইকের বেশকিছু ছবি প্রকাশ্যে এসেছে। রাস্তায় এর টেস্ট করতে দেখা গিয়েছে কোম্পানিকে। শটগান নামেই রেজিস্ট্রেশন সেরেছে বাইকের নাম। ক্রুজার টাইপ বাইক হলেও ববার লুক দেওয়া হয়েছে গাড়িতে। ভারতের বাজারে লঞ্চ হলে Kawasaki Vulcan S-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই বাইকের। তবে অনেকের দাবি এর নাম মিটিয়র ৩৫০-র নামে রাখতে পারে Royal Enfield। সেক্ষেত্রে গাড়ির নাম হতে পারে ‘Super Meteor’। এই নাম কোম্পানির কাছে নতুন কিছু নয়। ১৯৭০ সালেও বাইকের মডলে এই নাম ব্যবহার করেছিল কোম্পানি।
Royal Enfield Scram 411
অটো সাইটগুলির রিপোর্ট বলছে, Royal Enfield Himalayan-এর ওপর কাজ করছে কোম্পানি। শীঘ্রই এই বাইকের ডিজাইনের ওপর বেস করে একটা সাধারণ রোড নির্ভর বাইক আনতে চলেছে (RE)। শোনা যাচ্ছে, এর ইঞ্জিন পাওয়ার আগের মতোই হবে। রাফ রোডে চলতে হবে না বলে বদলে দেওয়া হবে উঁচু-নিচু রাস্তায় চলার টায়ার। ইতিমধ্যেই এই বাইকের কিছু গোপন ছবি প্রকাশ্যে এসেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হতে পারে এই বাইক।