Royal Enfield Meteor 350-র রঙে আরও বৈচিত্র। নতুন তিন রঙে বাজারে এল বাইক। কোম্পানি তার ফায়ারবল ভ্যারিয়েন্টে দুটিতে নতুন রং যোগ করেছে। যেখানে পাবেন ফায়ারবল ব্লু ও ফায়ারবল ম্যাট গ্রিন। এছাড়াও সুপারনোভা ভ্যারিয়েন্টে যোগ করেছে সুপারনোভা রেড। একইসঙ্গে বাইকের দামে পরিবর্তন করেছে রয়্যাল এনফিল্ড।


Royal Enfield Update: আগে Royal Enfield Meteor 350 মোট দশটি রঙে পাওয়া যেত। যেখানে এন্ট্রি-লেভেল ফায়ারবল সংস্করণটি এখন ফায়ারবল ব্লু, ফায়ারবল ম্যাট গ্রিন, ফায়ারবল রেড ও ফায়ারবল ইয়েলোতে পাওয়া যায়। পাশাপাশি টপ-স্পেক সুপারনোভা সংস্করণ তিনটি রঙে পাওয়া যাবে। যেখানে রয়েছে সুপারনোভা রেড, সুপারনোভা ব্লু ও সুপারনোভা ব্রাউন। একইসঙ্গে, মিড-স্পেক স্টেলার সংস্করণটি স্টেলার রেড, স্টেলার ব্লু ও স্টেলার ব্ল্যাকের মতো রঙের অপশনে পাওয়া যাবে।


Meteor 350-র নতুন দাম


রয়্যাল এনফিল্ড বাইকের তিনটি সংস্করণের দামও কিছুটা বাড়িয়েছে। ফায়ারবল সংস্করণের দাম এখন 2,05,844 টাকা, স্টেলার সংস্করণের দাম 2,11,924 টাকা ও সুপারনোভা সংস্করণের দাম 2,22,061 টাকা করা হয়েছে৷ এর আগে, বাইকটির দাম 2.01 লক্ষ টাকা থেকে শুরু হত। টপ ভ্যারিয়েন্টের দাম ছিল 2.17 লক্ষ টাকা।


Royal Enfield Meteor 350: ইঞ্জিন ও শক্তি


Royal Enfield Meteor 350-এর সব ভ্যারিয়েন্টে 4-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড, 349cc J-সিরিজ ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 20.2 bhp শক্তি ও 27 Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করে। এটি রয়্যাল এনফিল্ডের প্রথম মোটরসাইকেল যাতে ব্লুটুথ-সক্ষম ট্রিপার ন্যাভিগেশন সিস্টেম দেওয়া হয়েছে। এতে একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি USB চার্জিং পোর্টও রয়েছে।


শোনা যাচ্ছে, শীঘ্রই আরও বেশকিছু বাইক দেশের বাজারে লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। যার মধ্য়ে ৬৫০ শটগান ছাড়াও থাকছে হান্টার ৩৫০। এ ছাড়াও নতুন ববার বাইক আনতে চলেছে কোম্পানি। ইতিমধ্যেই দেশের রাস্তায় শুরু হয়েছে বাইকগুলির ট্রায়াল।


আরও পড়ুন: Power Steering in Bike: বাইকে পাবেন পাওয়ার স্টিয়ারিং ? ইয়ামাহা আনতে চলেছে এই প্রযুক্তি