Royal Enfield Upcoming Bikes: অন্যান্য বাইক কোম্পানি ইতিমধ্য়েই শুরু করে দিয়েছে কাজ। ইলেকট্রিক বাইকের বাজার ধরতে একে একে বাজারে নামছে নামজাদারা। এবার সেই ব্রিগেডে নাম লেখাচ্ছে রয়্যাল এনফিল্ড। নিজেই এই খবর নিশ্চিত করেছে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল।


Royal Enfield EV: ইভি নিয়ে কী বলছে কোম্পানি ?
আইশার মোটরসের তরফে রয়্যাল এনফিল্ডের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল জানিয়েছেন, ইলেকট্রিক বাইকের বিষয়ে পরিকল্পনা রয়েছে কোম্পানির। আগামী চার বছরের মধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কোম্পানি কোনও বিষয়েই হঠকারিতা করে না। সময় বুঝে সব কাজ করা হবে। ইভির বড় বাজার ইতিমধ্যেই নজরে এসেছে কোম্পানির। 


Royal Enfield Upcoming Bikes: অগাস্টেই আসছে এই বাইকগুলি
আজ ৭ অগাস্টে লঞ্চ করছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ বাজারে আনবে কোম্পানি। অটো সাইটগুলির রিপোর্ট বলছিল, সুপার মিটিওর ৬৫০ নিয়ে আসতে পারে কোম্পানি। তবে শোনা যাচ্ছে, এখনই এই বাইক বাজারে আনবে না কোম্পানি। পুজোর দিকে আসতে পারে এই বাইক। বহুদিন ধরেই এই বাইক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে কোম্পানি। বহুবার রাস্তায় দেখা গিয়েছে বাইকগুলিকে।


Royal Enfield EV: এক চার্জে যাবে ১২০ কিমি ?
বিভিন্ন বাইক পোর্টালের রিপোর্ট বলছে, রয়্যাল এনফিল্ডের ইভির ডিজাইনের সঙ্গে বর্তমান বাইকের কোনও যোগসূত্র থাকবে না। মূলত শহুরে বাইকারদের কথা মাথায় রেখেই আনা হবে এই বাইক। যা এক চার্জে ১২০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। তবে এখনই এই নিয়ে কোনও বিশদ আলোচনায় যেতে চায় না রয়্যাল এনফিল্ড। অনুমান করা হচ্ছে, বাইরে বাইকের ডিজাইন এক রেখে কিছু শক্তিশালী ব্যাটারির বাইক আনতে পারে রয়্যাল এনফিল্ড। এমনই কিছু করতে চলেছে আমেরিকার হার্লে ডেভিডসন। সেখানে ইতিমধ্যেই ইভি বাইক নিয়ে শুরু হয়ে গিয়েছে কাজ। পিছিয়ে নেই বিএমডব্লিউর মতো কোম্পানিগুলি। 


আরও পড়ুন : Royal Enfield Hunter: আজ আসছে হান্টার ৩৫০ , টিভিএস রনিন, জাভা ৪২-র সঙ্গে হবে লড়াই