Royal Enfield Scram 411 Launch: অপেক্ষার দিন বাড়ল। এখনই আসছে না Royal Enfield Scram 411। আপাতত পিছিয়ে যাচ্ছে এই স্ক্রাম্বলারের লঞ্চ।


Royal Enfield Scram 411 Launch: অটোসাইটগুলোর মতে ২০২২-এর শুরুতেই লঞ্চ হওয়ার কথা ছিল এই বাইক। সেই অনুযায়ী Scram 411 Launch-এর প্রস্তুতি নিচ্ছিল Royal Enfield। সূত্রের খবর, করোনার কারণে পিছিয়ে গিয়েছে বাইকের লঞ্চ ডেট। এখন এই বাইকে পেতে আরও অপেক্ষা করতে হবে গ্রাহকদের। মূলত, কোভিড-১৯ তৃতীয় তরঙ্গের কারণে এই সময় নিয়েছে কোম্পানি। আশা করা হচ্ছে, মার্চে দেশে লঞ্চ হবে এই বাইক। আগে ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসার কথা ছিল এই বাইকের।


Royal Enfield Scram 411 Launch: পাওয়া যাবে অনেক রঙে
ইতিমধ্যেই দেশের রাস্তায় বহুবার পরীক্ষার সময় দেখা  গেছে এই বাইক। এবার ডুয়েল-টোন পেইন্টে নতুন চেহারা পেয়েছে Royal Enfield Scram 411 Launch ।  লঞ্চের পরে আরও অনেক রঙে দেখা যাবে এই স্ক্রাম্বলার। আসলে রয়্যাল এনফিল্ডের হিমালয়ান ADV বাইকটি বেশ জনপ্রিয়। এবার সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই কোম্পানি শীঘ্রই Royal Enfield Scram 411 চালু করতে চলেছে।


Royal Enfield Scram 411 Launch: ইঞ্জিন ও দাম
এর ইঞ্জিনের কথা বললে এই বাইকটিতে একটি 411cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেখা যাবে। যা 24.3 bhp পাওয়ার জেনারেট করবে বলে আশা করা হচ্ছে। রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 411-এর দাম সম্পর্কে কোনও তথ্য দেয়নি। যদিও রিপোর্ট বলছে, এর দাম ১.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)-এর কাছাকাছি হতে পারে। অনরোডে এই বাইক নিতে ২লাখ ২০ হাজার টাকা পড়ে যাবে ক্রেতার।


Royal Enfield Scram 411 Launch: স্ক্র্যাম 411 কেমন দেখতে ?
এই বাইকের নকশা কিছুটা হিমালয়ানের মতো। এতে স্পোর্টিং অ্যালুমিনিয়াম ফিনিশ দেখা যাবে। স্ক্র্যাম 411 একটি ছোট ১৯-ইঞ্চি সামনের চাকা পেতে পারে, যদিও হিমালয়ানে একটি ২১-ইঞ্চি থাকে। তাই এক্ষেত্রে হিমালয়ান থেকে অনেকটাই আলাদা এই বাইক। পাশাপাশি এতে ১৭ ইঞ্চির পিছনের চাকা হতে পারে। হিমালয়ানের পিছনের চাকাও ১৭ ইঞ্চি।