Royal Enfield Hunter 350: মাঝে আর কয়েকদিনের অপেক্ষা। ৫ অগাস্ট প্রকাশ্যে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের হান্টার। এর মাত্র দু'দিন পর ৭ অগাস্টে লঞ্চ হবে বাইক। Royal Enfield Classic 350 এ যে ইঞ্জিন রয়েছে, ওই একই ইঞ্জিন বাইকে ব্যবহার করা হবে। বাইকে ২০.২ hp শক্তি ও ২৭ Nm টর্ক থাকবে।
Upcoming Royal Enfield Bike: গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে এর নতুন নকশা তৈরি করা হয়েছে। অটো সাইটগুলির মতে, এই বাইকের ওজন Classic 350 ও Meteor 350 এর থেকে প্রায় ১৫ কেজি কম হবে। যা এর পারফরম্যান্স আরও উন্নত করতে চলেছে। হান্টারে পাবেন একটি ১৩৭০ এমএম-এর হুইলবেস। বাইকের দৈর্ঘ্য রাখা হয়েছে ২০৫৫ এমএম।
Royal Enfield Hunter 350: কী রং হবে হান্টারের
নতুন এই বাইক ডুয়াল টোন ও সিঙ্গল টোন কালার অপশনে পাওয়া যাবে। যার মধ্যে এর সব ভ্যারিয়েন্ট মোট ৮টি কালার অপশনে পাওয়া যাবে। এর টপ-এন্ড ভ্যারিয়েন্টে ডুয়াল-টোন কালার অপশন দেখা যাবে। ডিজাইন সম্পর্কে বলতে গেলে, হান্টার ৩৫০ বাইকটিকম উচ্চতার সিঙ্গল পিস সিট সহ আসবে।
Upcoming Royal Enfield Bike: দাম কত হবে বাইকের ?
শোনা যাচ্ছে, রয়্যাল এনফিল্ডের সবথেকে সাশ্রয়ী বাইক হতে চলেছে হান্টার। কোম্পানির মেটিওর 350 ও ক্লাসিক 350-র তুলনায় কম দাম হবে বাইকের। এই বাইকের প্রারম্ভিক মূল্য হতে পারে ১.৫ লক্ষ টাকা। যে কারণে এই বাইকটির ক্রেতা বেশি পাবে বলে আশা করা হচ্ছে। এতে, আপনি ট্রিপার ন্যাভিগেশন ও সিঙ্গল-চ্যানেল ABS সহ একটি Royal Enfield ব্র্যান্ডের বাইকের মালিক হওয়ার সুযোগ পাবেন। কোম্পানির এই বাইকের সঙ্গে Honda CB350 RS, Yezdi Scrambler-এর প্রতিযোগিতা হবে। তবে বাইক ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। ইতিমধ্যেই অনেক সাইটেই এই বাইকের ছবি ফাঁস হয়ে গিয়েছে। গাড়ি যুব প্রজন্মের কাছে আকর্ষণীয় হতে পারে বলে মনে করছে বাইক ব্লগাররা।