Money Rule Change: মে মাস শেষের পথে, জুন শুরু হতে চলেছে। প্রতি মাসের মতো সামনের মাসেও অনেক আর্থিক নিয়মে পরিবর্তন হবে। যার  সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। বৈদ্যুতিক গাড়ি, রান্নার গ্যাসসহ ৫টি বড় পরিবর্তন হবে জুনের শুরুতে। জেনে নিন, জুন থেকে কী পরিবর্তন?


Bank News: ব্যাঙ্কিং সিস্টেমে শুরু পরিবর্তন
আরবিআই ১ জুন থেকে একটি বিশেষ প্রচার চালাবে। যার মাধ্যমে ব্যাঙ্কে জমা দাবি না করা অর্থের নিষ্পত্তি করা হবে। এর নাম দেওয়া হয়েছে '100 Days 100 Payments'। আরবিআই সব ব্যাঙ্ককে এই বিষয়ে জানিয়েছে। এই প্রচারাভিযানের আওতায় ১০০ দিনে ১০০টি দাবিহীন আর্থিক আমানতের নিষ্পত্তি করা হবে।


Electric Bike: বৈদ্যুতিক দু-চাকার দাম বাড়বে
আপনি যদি জুনে বৈদ্যুতিক দুই চাকা কিনতে যান তবে আপনাকে কিছুটা বেশি খরচ করতে হবে। কারণ সরকার ভর্তুকি কমিয়ে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১০ হাজার টাকা করেছে। আগে ছিল প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হত। সরকারের এই নিয়ম কার্যকর হবে ১ জুন থেকে। অর্থাৎ ১ জুনের পর দু-চাকার বৈদ্যুতিক গাড়ির জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি দিতে হতে পারে।


Gas Cylinder Price: গ্যাস সিলিন্ডারের দাম
প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। গত মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে। তবে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। মার্চ মাসে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়। সেক্ষেত্রে চলতি মাসে রান্নার গ্যাসের দাম কমতে পারে।


CNG- PNG Price: সিএনজি ও পিএনজির দাম
প্রতি মাসে সিএনজি ও পিএনজির দাম পরিবর্তন হয়। এপ্রিল মাসে দিল্লি এনসিআরে সিএনজির দাম কমেছে। পেট্রোলিয়াম কোম্পানিগুলো সিএনজি ও পিএনজির দাম পরিবর্তন করে। চলতি মাসেও সিএনজি বা পিএনজির দাম পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে।


 কাশির সিরাপ রফতানি
ভারতীয় কাশির সিরাপ রফতানির বিষয়ে সরকার বলেছে, পরীক্ষা না করে রফতানি করা হবে না। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন নিয়ম।


আরও পড়ুন : Flat Buying Tips: বিল্ডার সময়মতো ফ্ল্যাট দিচ্ছে না ! কোথায় যাবেন , কার কাছে করবেন অভিযোগ ?