নয়া দিল্লি: মার্কিন ডলারের (US Dollar) তুলনায় রেকর্ড পতন হল টাকার (Rupees)। ৫১ পয়সা পড়ে এক ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭৭ টাকা ৪১ পয়সা। যা এখনও পর্যন্ত মার্কিন ডলারের তুলনায় টাকার দামের সর্বনিম্ন পতন। পাশাপাশি, বাজার খোলার পর সেনসেক্স (Sensex) ও পড়েছে ৭১৩ পয়েন্টের বেশি। নিফটি (NIFTY) পড়েছে ২৪৮ পয়েন্ট।                                                                         

  


এদিকে, টাকার রেকর্ড পতন নিয়ে মোদি সরকারকে কটাক্ষ ছুঁড়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইটে লিখেছেন, আজকের দিনটা ভারতের ইতিহাসে থাকবে। রুপি আইসিইউ-তে। বেকারত্ব সবথেকে বেশি। পেট্রোল-ডিজেলের সর্বোচ্চ দাম। NPA সর্বোচ্চ।  




অন্যদিকে, বাজার খুলল গ্যাপ ডাউনে, বিশ্ব বাজারের প্রভাব পড়ল ভারতের শেয়ার মার্কেটে। বড় পতনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সেনসেক্স ,নিফটি। সূচকে দেড় শতাংশ পতনের ফলে অনেকটাই পড়েছে বিভিন্ন ইনডেক্স। তবে সকাল দশটায় সবুজে চলে এসেছে নিফটি আইটি। 


আরও পড়ুন, আজ এলআইসি আইপিও কেনার শেষ সুযোগ, এই শেয়ার কিনলে লাভ না ক্ষতি ?


আজ বাজার খোলার সময়, BSE 30-শেয়ার সূচক সেনসেক্স 54,188.21 এ খোলে, 647.37 পয়েন্ট বা 1.18 শতাংশ কমে নিফটি 183.55 পয়েন্ট বা 1.12 শতাংশ পতনের সঙ্গে 16,227.70-তে খোলে। এই গ্যাপডাউন ওপেনিংয়ের কথা অবশ্য আগে থেকেই আঁচ করেছিলেন বিনিয়োগকারীরা।


এদিন বাজার খোলার আগে স্টক মার্কেট লাল চিহ্নে শুরু করে। NSE-এর নিফটি 183.60 পয়েন্টের পতনের সাথে 16227-এর স্তরে ট্রেড করত শুরু করে। একই সময় BSE-র সেনসেক্স 575 পয়েন্ট পড়ে যায়।


বাজার খুলতেই সবচেয়ে বড় পতন দেখা গেছে মেটাল স্টকগুলিতে। তারা 2.75 শতাংশের বিশাল পতনের সঙ্গে ব্যবসা করছে। PSU ব্যাঙ্কের শেয়ার 2.26 শতাংশ ও তেল ও গ্যাসের শেয়ারগুলি 2 শতাংশ কমেছে। আজ এনএসইর সব সেক্টরাল সূচকের ধস নেমেছে।