India Russia Relation : ট্রাম্পের হুমকি কাজে এল না, আমেরিকার চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতকে তেল সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া। রাশিয়ার থেকে তেল কেনার কারণে ৫ শতাংশ ছাড় পাচ্ছে ভারত। রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টিটিভ এভজেনি গ্রিভা এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, "ভারতে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ৫ শতাংশ ছাড় পাচ্ছে ভারত।''
তেল কেনা নিয়ে ঠিক কী বলেছেন গ্রিভাগ্রিভা আরও বলেছেন, "বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ভারত প্রায় একই পরিমাণ তেল আমদানি করবে।'' দুই দেশের ছাড়ের বিষয়ে তিনি বলেন, এটি একটি বাণিজ্যিক গোপনীয়তার বিষয়। আমার মনে হয়, এই বিষয়ে সাধারণত ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়। এই চুক্তির পরিমাণ ওঠানামা করে, তবে সাধারণত এটি প্লাস-মাইনাস ৫ শতাংশ।"
এই নিয়ে কী বলেছেন রাশিয়ার ডেপুটি চিফ রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন এই বিষয়ে বলেছেন, এটি নয়াদিল্লির জন্য একটি "চ্যালেঞ্জিং পরিস্থিতি, আমাদের সম্পর্কের উপর আস্থা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী- বহিরাগত চাপ সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে।"
রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে ‘শুল্ক শাস্তি’ দিয়েছে আমেরিকা। দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের উপর। এই পরিস্থিতিতে ভারতের ব্য়বসায়ীরা যখন বিপুল ক্ষতির আশঙ্কা করছেন, সেই সময়ই ভারতের জন্য দেশের বাজার খুলে দিল রাশিয়া। মস্কো জানিয়েছে, আমেরিকার বাজারে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে রাশিয়ার বাজারে পণ্য পাঠাতে পারে ভারত। (India-Russia Relations)
রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন এই ঘোষণা করেছেন। ভারতের উপর যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে ‘অযৌক্তিক’ এবং ‘একতরফা’ বলে উল্লেখ করেন বাবুশকিন। তিনি বলেন, “আমেরিকার বাজারে ঢুকতে সমস্যা হলে, রাশিয়া ভারতকে রফতাবিতে স্বাগত জানাচ্ছে। যারা নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তাদেরই ক্ষতি হচ্ছে। ভারতের জন্য পরিস্থিতি কঠিন। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আস্থা আছে আমাদের। জ্বালানি ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বজায় থাকবে বলে আত্মবিশ্বাসী আমরা।” (Russian Oil)
রাশিয়ার থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে মদত জোগাচ্ছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। এমনকি যুদ্ধের আগে যে পরিমাণ তেল কেনা হতো, এখন ভারত তার চেয়ে অনেক বেশি তেল কেনে বলেও দাবি করেছে তারা। ভারতের উপর আরও কড়া পদক্ষেপে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকা। যদিও বাবুশকিনের বক্তব্য, “ধরে নিচ্ছি, ভারতকে সবচেয়ে বেশি অশোধিত তেল সরবরাহ করে রাশিয়া। প্রতি বছর ভারতের চাহিদা বাড়ছে। এতে পারস্পরিক সহযোগিতা, আমরা পরস্পরের কতটা পরিপূরক, তা বোঝা যায়। আমরা নিশ্চিত, এই সহযোগিতা বজায় থাকবে।”