SME IPO: বিনিয়োগকারীদের মধ্যে এই আইপিওকে ঘিরে ব্যাপক উত্তেজনা। উপচে পড়ছে ভিড়। বাজারে আসতেই সাত গুণ সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে এই আইপিওর। এসএমই সেগমেন্টে একটি সুগন্ধি ও ফ্লেভার উৎপাদনকারী সংস্থা স্যাকিরোমের আইপিওতে ব্যাপক মুনাফার (IPO Alert) ইঙ্গিত মিলেছে। ৯ জুন সোমবার বাজারে খুলেছে এই আইপিও। মাত্র এক দিনের মধ্যেই মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এই আইপিওতে ৭.১৮ গুণ সাবস্ক্রিপশন (Sacheerome IPO) এসেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, ৩ কোটি ১০ লক্ষ ৩৯ হাজার ২০০ শেয়ারের জন্য বিডিং জমা হয়েছে ইতিমধ্যে। অথচ শেয়ার ছাড়া হয়েছিল বাজারে ৪৩ লক্ষ ২১ হাজার ২০০টি।

গ্রে মার্কেটেও ঝড় তুলেছে এই আইপিও

আইপিও আসার আগে গ্রে মার্কেটে এই আইপিওর ব্যাপক কেনা-বেচা চলেছে। রিপোর্ট বলছে, স্যাকিরোম সংস্থার আনলিস্টেড শেয়ার ট্রেড করছে ১৩২ টাকায়। এদিকে এই আইপিওর প্রিমিয়াম নির্ধারিত হয়েছিল ১০২ টাকা প্রতি শেয়ার। অর্থাৎ ৩০ শতাংশ মুনাফার ইঙ্গিত গ্রে মার্কেটে।

কত টাকা লাগবে আইপিওতে বিনিয়োগ করতে গেলে

এই শেয়ারের ইস্যু সাইজ রয়েছে ৬১.৬২ কোটি

ইস্যু প্রাইস নির্ধারিত হয়েছে ১০২ টাকা প্রতি শেয়ার

লট সাইজ রয়েছে ১২০০ শেয়ারে। অর্থাৎ এক লট শেয়ার ন্যূনতম কিনতে হলে খুচরো বিনিয়োগকারীদের খরচ হবে ১ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা।

HNI-দের জন্য ন্যূনতম ২ লট কিনতে হবে অর্থাৎ ২৪০০ শেয়ারের জন্য খরচ হবে ২ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা।

শেষ দিন – ১১ জুন ২০২৫

শেয়ার অ্যালটমেন্ট হবে ১২ জুন ২০২৫ তারিখে

সম্ভাব্য তালিকাভুক্তির দিন রয়েছে ১৬ জুন ২০২৫। এটি এনএসই এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে।

এই আইপিওতে কোনও অফার ফর সেল রাখা হয়নি। সবটাই নতুন শেয়ার ইস্যু করা হয়েছে।

ভারতে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্যাকিরোম সংস্থা যা কিনা ফ্র্যাগর‍্যান্স ও ফ্লেভারস সেক্টরে কাজ করে। এই সংস্থার পণ্যগুলি নানা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। পার্সোনাল কেয়ার, বডি কেয়ার, ফেব্রিক কেয়ার, বেবি কেয়ার, এয়ার কেয়ার, পেট কেয়ার, মেন গ্রুমিং, হাইজিন ওয়েলনেস পণ্যে ব্যবহৃত হয় এই সংস্থার উৎপাদিত পণ্যগুলি।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)