Dot Contro : বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে এবার সঞ্চারসাথী অ্যাপ (Sanchar Saathi) বাধ্যতমূলক কিনা তা নিয়ে মুখ খুলল সরকার। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) মঙ্গলবার জানিয়েছেন, অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক হিসাবে থাকবে। যার অর্থ আপনার মোবাইলে আর এই অ্যাপ প্রি-ইনস্টলড থাকবে না।
এই নিয়ে কী বলেছেন মন্ত্রীএদিন সংসদ চত্বরে সাংবাদিকদের সিন্ধিয়া বলেন, “যদি আপনি সঞ্চার সাথী অ্য়াপ মোবাইলে না চান, তাহলে আপনি এটি মুছে ফেলতে পারবেন। এটা ঐচ্ছিক... এই অ্যাপটি সকলের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। এটি তাদের ডিভাইসে রাখা বা না রাখা, তা ব্যবহারকারীর উপর নির্ভর করে।”
কী অর্ডার এসেছিল আগেসম্প্রতি স্মার্টফোনে এই অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টল করার কথা বলেছিল ডিপার্টমেন্ট অফ টেলিকম (DOT)। তবে এর তীব্র প্রতিবাদ করে কংগ্রেস। এবার সেই বিরোধিতার পরই সঞ্চারসাথী অ্যাপ নিয়েছে সাফাই দিয়েছে সরকার। সরকারে তরফে জানানো হয়েছে, টেলিকম বিভাগ (DoT) ফোন নির্মাতা ও আমদানিকারকদের জালিয়াতি সনাক্ত করার জন্য এই অ্যাপ তৈরি করেছে।
মূলত, সঞ্চার সাথী অ্যাপটি ৯০ দিনের মধ্যে সব নতুন ডিভাইসে আগে থেকে ইনস্টল করার নির্দেশ দেওয়ার পরে এই প্রতিবাদ শুরু হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এই আদেশ না মানার পরিকল্পনা করছে। নয়াদিল্লিকেও এই বার্তা পাঠিয়ে দেবে কোম্পানি।
কংগ্রেস একে ‘স্নুপিং অ্যাপ’ তকমা দিয়েছেএই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া সরকারকে একনায়কতন্ত্র ও নাগরিকদের গোপনীয়তার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সঞ্চার সাথীকে একটি “স্নুপিং অ্যাপ” বলে অভিহিত করেছেন। সরকারকে অবিলম্বে এই অ্যাপটি বাতিল করার দাবি জানিয়েছে কংগ্রেস। তিনি বলেন, “সঞ্চার সাথী একটি স্নুপিং অ্যাপ ও স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। সরকার সবকিছু না দেখে পরিবার ও বন্ধুদের কাছে বার্তা পাঠানোর জন্য প্রত্যেকেরই গোপনীয়তার অধিকার থাকা উচিত।”
এই নিয়ে কী বলছে সরকারইতিমধ্যেই DoT-এর আদেশ নিয়ে ব্যাখ্যা সাফাই দিয়েছে সরকরা। যেখানে বলা হয়েছে, টেলিকম বিভাগের আদেশের মূল্য় লক্ষ্য হল, দেশে নকল হ্যান্ডসেট ও সাইবার জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করা। যেকারণে সরকার প্রি-ইন্সটল করা অ্যাপের উপর জোর দিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য টেলিযোগাযোগ বিভাগের (DoT) নির্দেশিকা নাগরিকদের নকল হ্যান্ডসেট কেনা থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি, টেলিকম সম্পদের সন্দেহজনক অপব্যবহার রোধ করা সহজ হবে।