Savitri Jindal: বর্তমানে দেশের ধনীতম মহিলাদের (Richest Woman In India) তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সাবিত্রী জিন্দাল। বিলিয়নিয়ারদের (Billionaires In India) তালিকায় নাম রয়েছে তাঁর। শুধু তাই নয়, গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে।
ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের (Bloomberg Billionaire Index) রিপোর্ট বলছে, ৭৩ বছরের সাবিত্রী জিন্দলের মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ৯.৬ বিলিয়ন ডলার। এ বছর দেশের ধনীতমদের তালিকায় তিনিই প্রথমে। উইপ্রোর (Wipro) মালিক আজিম প্রেমজির সম্পদ যেখানে মাত্র ৫ বিলিয়ন ডলার বেড়েছে সেখানে সাবিত্রী জিন্দালের (Savitri Jindal) সম্পদ বৃদ্ধি অনেকটাই এগিয়ে। আজিম প্রেমজির পাশাপাশি সম্পদ বৃদ্ধিতে জিন্দাল এবার ছাপিয়ে গেলেন মুকেশ অম্বানি এবং গৌতম আদানিকেও।
কাদের পিছনে ফেললেন সাবিত্রী?
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত দুই বছরে জিন্দালের সম্পদ বেড়েছে ৮৭ শতাংশ। এই সময়ের মধ্যে উইপ্রোর শেয়ারে ধস নামে, আজিম প্রেমজির সম্পদের পরিমাণ ৪২ শতাংশ কমে যায়। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স সম্প্রতি একটি পরিসংখ্যান পেশ করেছে যেখানে দেখা যাচ্ছে দুই বছর আগে প্রেমজি ভারতের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন। তার থেকে এগিয়ে ছিলেন মুকেশ আম্বানি ও গৌতম আদানি। কিন্তু গত দুই বছরে উইপ্রোর সময় খারাপ যাওয়ায় প্রেমজির সম্পদও কমেছে। এগিয়ে গেছেন সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)।
কীভাবে এত সম্পদের অধিকারী হলেন সাবিত্রী?
১৯৭০ সালে জিন্দাল গ্রুপের (Jindal Group) প্রতিষ্ঠাতা শিল্পপতি ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে বিয়ে হয় তাঁর। ওমপ্রকাশ ছিলেন দেশের ইস্পাত সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। নয় সন্তান, সংসার সামলে ব্যবসা করার কথা ভাবেননি কখনও। চার দেওয়ালের ভেতরেই ছিল তাঁর জীবন। স্বামীর অকালপ্রয়াণের পরে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গৃহবধূ সাবিত্রীর। তিনি নিজেই স্বামীর সাম্রাজ্য সামলানোর দায়িত্ব তুলে নেন কাঁধে। ব্যবসার খুঁটিনাটি শিখে নেন খুব তাড়াতাড়ি। সে সময় সাবিত্রী জিন্দালের বয়স ছিল ৫৫ বছর।
কোন ধনকুবেরের সম্পদ কতটা বাড়ল?
২০২৩ সালে সাবিত্রী জিন্দালের পরেই সম্পদ বৃদ্ধির তালিকায় উঠে এসেছেন HCL Tech-এর প্রতিষ্ঠাতা শিব নাদার যার মোট সম্পদ বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার। শিব নাদারের মোট সম্পদের পরিমাণ এখন ৩২.৬ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা এবং শপূর মিস্ত্রির সম্পদও ৬.৩ বিলিয়ন ডলার বেড়েছে ২০২৩ সালে। মুকেশ অম্বানির সম্পদ বৃদ্ধির পরিমাণ যেখানে ৫.২ বিলিয়ন ডলার, সেখানে ছাপিয়ে গিয়েছেন সাবিত্রী জিন্দাল। আদানির সম্পদ এই বছর ৩৫.৪ বিলিয়ন হ্রাস পেয়েছে। সব মিলিয়ে রেকর্ড সম্পদ বৃদ্ধিতে দেশের পঞ্চম ধনীর মর্যাদায় ভূষিত এখন সাবিত্রী জিন্দাল, দেশের সবথেকে ধনী মহিলা।
আরও পড়ুন: রেকর্ড গড়েই ধস নামল বাজারে, সেনসেক্স পড়ল ৬০০ পয়েন্ট, BSE-তে চার লক্ষ কোটি টাকার ক্ষতি