Share Market: লিস্টিংয়ের দিনেই দুর্দান্ত শুরু করল SBFC Finance। এনএসই, বিএসইতে ভাল প্রিমিয়ামে যাত্রা শুরু করল কোম্পানি। 57 টাকা মূল্যের পরিবর্তে আজ কোম্পানির শেয়ার 82 টাকা প্রতি শেয়ারে NSE-তে তালিকাভুক্ত হয়েছে। প্রায় 44 শতাংশ প্রিমিয়ামের সঙ্গে লিস্টিং হয়েছে কোম্পানির। যার অর্থ, এই আইপিওতে প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা প্রায় 44 শতাংশের লাভ পেয়েছে।


BSE-তে SBFC ফিন্যান্সের কত টাকার শেয়ার তালিকাভুক্ত?
BSE-তে SBFC ফিন্যান্সের শেয়ারে 81.99 টাকায় তালিকাভুক্ত হয়েছে। এতে বিনিয়োগকারীরা 43.8 শতাংশ লাভের মুখ দেখেছেন।


Stock Market: প্রতিটি শেয়ারে ২৫ টাকা লাভ
আইপিও-তে SBFC ফিন্যান্সের শেয়ারগুলির দাম ছিল 57 টাকা এবং আজ শেয়ারগুলি 82 টাকায় (NSE) তালিকাভুক্ত হয়েছে৷ এই আইপিও কিনে বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে SSE-তে 25 টাকা লাভ পেয়েছেন।


SBFC ফিন্যান্সের IPO-তে সাড়া কেমন ছিল?
বিনিয়োগকারীরা নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি SBFC ফিন্যান্সের আইপিওতে প্রচুর বিনিয়োগ করেছিল। পরিসংখ্যান বলছে, ইস্যুটি 70 বারের বেশি সাবস্ক্রাইব করা হয়েছিল। SBFC ফিন্যান্সের আইপিওতে বিনিয়োগকারীরা 3 থেকে 7 অগাস্টের মধ্যে সাবস্ক্রাইব করেছিল। কোম্পানি শেয়ার প্রতি এর প্রাইস ব্যান্ড 54 থেকে 57 টাকা নির্ধারণ করেছিল।


GMP অনুযায়ী SBFC ফিন্যান্স শেয়ারের তালিকা
এসবিএফসি ফিন্যান্সের শেয়ার তালিকাভুক্তির আগে, গ্রে মার্কেটে এর শেয়ার 26 টাকার প্রিমিয়ামে ট্রেড করছিল। তাই জিএমপি অনুযায়ী কোম্পানির শেয়ারের তালিকা কম বেশি হতে দেখা গেছে।


SBFC ফিন্যান্স কোম্পানি কী করে ?
SBF ফিন্যান্স কোম্পানি প্রধানত ছোট ব্যবসা অর্থাৎ MSME-কে ঋণ প্রদানের জন্য কাজ করে। এছাড়াও এটি বেতনভুক কর্মচারী ও চাকরিজীবীদের ঋণ দেয়। সাধারণত ব্যাঙ্ক থেকে ঋণ পান না এমন ব্যক্তিদেরই টার্গেট করে এই কোম্পানি। 


PTC Industries Share: বহু আইপিও (IPO) আশা জাগালেও লাভের মুখ দেখিয়েছে গুটিকয়েক। চলতি বছরে এই স্টক বিনিয়োগকারীদের দিয়েছে দুরন্ত রিটার্ন। মাত্র ২ মাসে NSE বাজারে এসেই ৮০ শতাংশ লাভ দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক। জেনে নিন, এই শেয়ারের নাম।   


Mulitibagger Stocks: কী নাম এই স্টকের ? 
কিছুদিনের মধ্যেই টিভিএস সাপ্লাই চেইনের আইপিও বাজারে নামছে । আগামী দিনে প্রায় দুই দশক পর টাটা গ্রুপের একটি আইপিও আসতে চলেছে মার্কেটে। বর্তমান সময় বলছে, বাজারে আসা নতুন কিছু স্টক ভালো পারফর্ম করেছে। তারই মধ্যে একটি পিটিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


আরও পড়ুন : Insurance: না বুঝে বিমা পলিসি কিনছেন ? জেনে নিন, কোনটা আপনার জন্য ভাল