Adani Group In Trouble: হিনডেনবার্গের রিপোর্টের জেরে তলানিতে নেমেছে আদানি গোষ্ঠীর স্টকের দর। রাতারাতি বিশ্বের ১৫ ধনীদের তালিকা থেকে বাদ পড়েছে গৌতম আদানির দাম। আদানিদের কোম্পানিগুলিতে হিসেবের কারচুপির অভিযোগ এনেছে আমেরিকার 'শর্ট সেলিং ফার্ম' হিনডেনবার্গ। যার জেরে চিন্তায় পড়ে গিয়েছে দেশের সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। অবশেষে আদানিদের ঋণ দেওয়া নিয়ে মুখ খুলেছে স্টেট ব্যাঙ্ক।


State Bank Of India: মোট কত টাকা আদানিদের ঋণ দিয়েছে স্টেট ব্যাঙ্ক ?
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক জানিয়েছে, আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণের পরিমাণ ২৭,০০০ কোটি টাকা। এই বিষয়ে SBI-এর চেয়ারম্যান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দীনেশ খারা জানিয়েছেন, SBI-এর কাছে আদানি গ্রুপের এক্সপোজার মোট ঋণ বইয়ের মাত্র ০.৮ থেকে ০.৯ শতাংশ।


Adani Group Stock Crash: আদানিদের নিয়ে কী ভাবছে ব্যাঙ্ক ?
এই বিষয়ে দীনেশ খারা বলেন, '' আমরা আদানি গ্রুপের স্থাবর সম্পত্তির ওপর ভিত্তি করে ঋণ দিয়েছি। পর্যাপ্ত নগদ সংগ্রহ করেছি।  ব্যাঙ্ক ঋণের বকেয়া পরিশোধ করতে আদানি গোষ্ঠী সক্ষম। '' ব্যাঙ্কের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান।


SBI Update: আদানিতে আস্থা স্টেট ব্যাঙ্কের
এসবিআই চেয়ারম্যান জানিয়েছেন, তিনি মনে করেন না যে আদানি গোষ্ঠীর ঋণ পরিশোধে কোনও সমস্যা হবে। তিনি জানিয়েছেন, SBI শেয়ারের বিনিময়ে আদানিদের কোনও ঋণ দেয়নি। তাই প্রদত্ত ঋণের ওপর শেয়ারের দামের কোনও প্রভাব পড়বে না।  আদানিদের যে সংস্থাগুলি বাজারে ভাল লাভ করছে ,তাদের ভিত্তিতেই এই ঋণ দেওয়া হয়েছে। মনে রাখবেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে আদানিদের চমৎকার ট্র্যাক রেকর্ড রয়েছে। দীনেশ খারা আরও জানিয়েছেন,আদানিদের এই পরিস্থিতি নিয়ে চিন্তার কিছুই নেই। তাই এসবিআই আদানি গ্রুপের সঙ্গে এই নিয়ে আলোচনা করেনি।


State Bank Of India: ১৪,২০৫ কোটি টাকা লাভ
এর আগে SBI 2022-23 আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছিল। যাতে  দুর্দান্ত লাভের মুখ দেখেছে সংস্থা। SBI এই ত্রৈমাসিকে ১৪,২০৫ কোটি টাকার মুনাফা ঘোষণা করেছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৬৯ শতাংশ বেশি। এখনও পর্যন্ত এটি এক প্রান্তিকে বা ত্রৈমাসিকে যেকোনও ব্যাঙ্কের ঘোষিত সবচেয়ে বড় মুনাফা। অন্তত তেমনই বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


Perfume IED: সাবধান ! সুগন্ধি খুললেই হবে বিস্ফোরণ ? আইইডি পারফিউম বানাচ্ছে জঙ্গিরা