SBI MCLR Hike: ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবার তাদের এমসিএলআর অর্থাৎ মার্জিনাল কস্ট লেন্ডিং রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর স্বাধীনতা দিবসের (SBI MCLR Hike) দিনে কোটি কোটি গ্রাহকদের কাছে এটা একটা বড় ধাক্কা। বিভিন্ন মেয়াদে স্টেট ব্যাঙ্ক ১০ বেসিস পয়েন্ট হারে এমসিএলআর বাড়াবে বলে জানিয়েছে। আর আজ অর্থাৎ ১৫ অগাস্ট থেকেই এই নতুন সুদের হার (SBI Interest Rate Hike) কার্যকর হবে বলে জানা গিয়েছে ব্যাঙ্কের তরফে।  


এই মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট এমন একটি মাত্রা যার নিচে ব্যাঙ্ক কখনও তাঁর গ্রাহকদের ঋণ দিতে পারবে না। আর এবারে এসবিআইয়ের বিভিন্ন মেয়াদে এমসিএলআর বাড়ানোর কথা ঘোষণা করায় ব্যাঙ্কের হোম লোন, কার লোন, এডুকেশন লোন নিতে এবার থেকে বেশি সুদ গুণতে হতে পারে।


নতুন এমসিএলআর রেট কী স্থির হয়েছে স্টেট ব্যাঙ্কে


ওভারনাইট মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর তাঁর জন্য এখন এই এমসিএলআর ৮.১০ থেকে বেড়ে হয়েছে ৮.২০ শতাংশ। এক মাসের এমসিএলআর ৮.৩৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৪৫ শতাংশ। ৩ মাসের এমসিএলআর বেড়ে হয়েছে ৮.৫০ শতাংশ। ৬ মাসের এমসিএলআর ৮.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৮৫ শতাংশ। আর ১ বছর এবং ২ বছরের নতুন সুদের হার যথাক্রমে ৮.৯৫ শতাংশ ও ৯.০৫ শতাংশ। অন্যদিকে ৩ বছরের এমসিএলআর ধার্য করা হয়েছে ৯.১০ শতাংশ।


২০২৪ সালে জুন মাসের পর তৃতীয়বার বাড়ল MCLR


যে সমস্ত গ্রাহক সস্তায় ঋণ পাবেন এই আশায় ছিলেন, তাদের বড় ধাক্কা দিল এসবিআই। ২০২৪ সালের জুন মাস থেকে এই নিয়ে পরপর তিনবার মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বাড়িয়েছে এসবিআই। বিগত তিন মাসে কিছু কিছু মেয়াদের এমসিএলআর বেড়েছে ৩০ বেসিস পয়েন্ট পর্যন্ত। সম্প্রতি যে নবম মুদ্রানীতির বৈঠক হল রিজার্ভ ব্যাঙ্কের, সেখানেও রেপো রেট একই রাখা হল। ফলে সুদের হার এখনই কমার কোনও আশা নেই।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Multibagger Penny Stock: ২ টাকার স্টক এখন ১৬১ টাকা, ৮৮৬১ শতাংশ বৃদ্ধি, জানেন এই মাল্টিব্যাগারের নাম