SBI Insurance Plan on Cyber Fraud: দেশে কোভিডকালে বেড়ে গিয়েছে ডিজিটাল লেনদেন। সংক্রমণের আশঙ্কায় বাড়িতে বসেই অনলাইনে আর্থিক লেনদেন করেছেন গ্রাহকরা। যাতে সময় বাঁচলেও সাইবার জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। গ্রাহকদের এই প্রতারণা থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক (SBI)। অনলাইন আর্থিক লেনদেনে প্রতারণার আগেই বিমা কভার নিয়ে এসেছে কোম্পানি।


State Bank Of India: কতটা বৃদ্ধি পেয়েছে সাইবার জালিয়াতি জানেন ?
CERT (Indian Computer Emergency Response Team)এর তথ্য বলছে, ২০২১ সালে সাইবার অপরাধের ঘটনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর আগে অর্থাৎ ২০১৮ সালে এই প্রতারণার টাকার অঙ্কটা ছিল ২.০৮ লক্ষ, যা পরে বেড়ে ১৪.০২ লক্ষ টাকা হয়েছে। তবে শুধু CERTএর তথ্য নয়, একই কথা বলছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। তাদের মতে, দেশে সাইবার জালিয়াতি, ক্রেডিট, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মতো জালিয়াতির ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে মানুষের মোট ৬৩.৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। 


এই পরিস্থিতি রুখতে গ্রাহকদের বিমা কভার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই বিমা কভারের নাম দেওয়া হয়েছে, 'সাইবার ভল্ট এজ ইন্স্যুরেন্স প্ল্যান'।এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের সাইবার অপরাধ ও আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া হয়। 


SBI Insurance Plan:'সাইবার ভল্ট এজ ইন্স্যুরেন্স প্ল্যান'-এ কী সুরক্ষা পাবেন গ্রাহক ?


'সাইবার ভল্টএজ' বিমা পরিকল্পনার মাধ্যমে ব্যাঙ্ক গ্রাহকদের সব ধরনের সাইবার অপরাধ থেকে সুরক্ষা দেওয়া হবে। সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের সাইবার প্রতারণা থেকে রক্ষা করা হবে গ্রাহকদের। এই প্ল্যানটি ডিজিটাল লেনদেনে মানুষকে নিরাপত্তা দেবে। এটি যেকোনও সাইবার অপরাধের কারণে গ্রাহকের আর্থিক ক্ষতির জন্য বিমা কভার দেবে। অন্তত তেমনই ঘোষণা করেছে দেশের বৃহত্তম রাষ্টায়ত্ত ব্যাঙ্ক। 


State Bank Of India: গ্রাহকরা আইনি সহায়তার খরচও পাবেন


সাইবার অপরাধের কারণে যদি কোনও ব্যক্তি বড় ক্ষতির সম্মুখীন হন সেই ক্ষেত্রেও কভার দেবে স্টেট ব্যাঙ্ক। কোনও কারণে আইনি সহায়তার প্রয়োজন হলেও ব্যয়ের টাকা বহন করবে 'সাইবার ভল্টএজ' বিমা। এর সঙ্গে আপনার ডেটা পুনরুদ্ধারের খরচও দেবে কোম্পানি।


আরও পড়ুন : NPS Rules: ১৫ জুলাই থেকে NPS-এ বিনিয়োগের নিয়মে পরিবর্তন, আপনার ক্ষতি না লাভ ?