Home Loan Interest Rate : রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) কমানোর পর সব ব্যাঙ্কের (Bank News) থেকেই ঋণের হার (Interest Rates) কমানোর প্রত্যাশা করছে দেশবাসী। যার ফলে আগামী দিনে আরও সস্তা হবে গৃহ ঋণ (Home Loan), গাড়ির লোন (Car Loan) ছাড়াও পার্সোনাল লোনের (Personal Loan) EMI । সোমবার সপ্তাহের শুরুতেই সেই পথে হাঁটল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
আজ কী সুখবর দিয়েছে স্টেট ব্যাঙ্কএদিন সপ্তাহের শুরুতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) বিভিন্ন ঋণে তার External Benchmark-based Lending Rate (EBLR) এবং রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) কমিয়েছে। এই সিদ্ধান্তের ফলে SBI গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে যারা EBLR এবং RLLR-এর লিঙ্কড বা ঋণ নিয়েছেন তারা এতে বেশি উপকৃত হবেন। এই ঋণে EMI (সমমানের মাসিক কিস্তি) কমবে। তবে মনে রাখবেন, SBI মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট (MCLR), বেস রেট এবং বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) অপরিবর্তিত রেখেছে।
রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের পরই এই পথে স্টেট ব্যাঙ্ক05 ফেব্রুয়ারি থেকে 07 ফেব্রুয়ারি অনুষ্ঠিত RBI-এর মুদ্রানীতি কমিটির (MPC) সভায় রেপো রেট (বেঞ্চমার্ক ঋণের হার) 25 বেসিস পয়েন্ট কমিয়ে 6.50 শতাংশ থেকে 6.25 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল স্টেট ব্যাঙ্ক। কোভিড-১৯ মহামারীর পরে আরবিআই ক্রমাগত রেপো রেট প্রায় 250 bps বৃদ্ধি করেছিল। প্রায় পাঁচ বছরে এই প্রথমবার রেপো রেট কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
EBLR ও RLLR আসলে কী ?গৃহঋণ সহ বিভিন্ন ঋণের সুদের হার ঠিক করতে ব্যাঙ্কগুলি এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট বা EBLR ব্যবহার করে। EBLR 25 bps 9.15 শতাংশ থেকে কমিয়ে এখন 8.90 শতাংশ করা হয়েছে। স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের জন্য হোম লোন আরও সস্তা হবে৷ মনে রাখবেন, SBI 2019 সালের 1 অক্টোবর থেকে ফ্লোটিং রেটের হোম লোনগুলিকে লিঙ্ক করতে External Benchmark হিসাবে রেপো রেট বেছে নিয়েছে।তার ফলেই হোম লোনে EMI কমের সুবিধা পাবেন গ্রাহকরা।
পাশাপাশি, এসবিআই RLLR 25 bps কমিয়ে 8.75 শতাংশ থেকে 8.50 শতাংশ করেছে। যার ফলে RLLR-এর হ্রাস এর সঙ্গে যুক্ত ঋণের ঋণগ্রহীতার খরচ কমাবে। এতে হোম লোন ও ব্যবসায়িক ঋণের হার কমবে।
কীভাবে স্টেট ব্যাঙ্কের এই ঘোষণা প্রভাব ফেলবে ঋণ গ্রহীতাদের ওপর ?EBLR বা RLLR-এর সঙ্গে যুক্ত ফ্লোটিং-রেট লোনের সুদের হার কমে যাওয়ায় EMI সস্তা হবে। তাই যেকোনও লোন নেওয়ার আগে, নতুন ঋণগ্রহীতাদের কয়েকটি ব্যাঙ্কে ঋণের হারগুলির তুলনামূলক আলোচনা করা উচিত। এরপরই লিঙ্কড রেট দেখে লোন নেওয়া উচিত ঋণগ্রহীতাদের ।
আরও পড়ুন : SBI Fraud : 'SBI থেকে বলছি', এই ফোন এলেই সাবধান ! যাবে সব টাকা