SBI Youth For India Fellowship 2025: স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ, আর সেই কারণে এই ব্যাঙ্ক চালু করেছে তাদের এসবিআই ইয়ুথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রকল্প। ২০২৫-২৬ সালে এই প্রকল্পের ১৩তম ব্যাচের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছে। গ্রামীণ ভারতে সামাজিক পরিবর্তন সাধনের লক্ষ্যেই এই ইন্টার্নশিপ প্রকল্প চালানো হয়ে থাকে। সারা ভারত জুড়ে নানাবিধ ডেভেলপমেন্ট প্রকল্পে কাজ করে থাকে এই ফেলোশিপ প্রোগ্রাম। আর এর মাধ্যমেই গ্রামীণ সম্প্রদায়ের অনেক উন্নতিসাধন হয়ে থাকে। স্টেট ব্যাঙ্কের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসারে নানাবিধ এনজিওর সহায়তায় এবং যৌথ উদ্যোগে এই ইন্টার্নশিপ প্রকল্প বা কর্মসূচি চালায় এসবিআই।

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া জানিয়েছে, 'এই ফেলোশিপ তরুণ নেতৃত্বদানকারীদের গঠন করে যারা গ্রামীণ ভারতের সমস্যাগুলি বুঝে তা বদলের জন্য কাজ করতে পারে আগামী দিনে। এই তরুণরা এনজিও পার্টনারদের সঙ্গে যৌথভাবে কাজ করেন, স্থানীয় সরকারি প্রশাসনের সঙ্গে কাজ করেন যাতে দীর্ঘমেয়াদি কোনও উদ্যোগ নেওয়া যায়'।

কীভাবে আবেদন করবেন

এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে youthforindia.org ওয়েবসাইটে।

সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনপত্র জমা দিতে হবে আবেদনের ফি জমা করার পরে।

সমস্ত নথি আপলোড করতে হবে।

কী যোগ্যতা লাগবে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ফেলোশিপ পেতে হলে প্রার্থীকে ২০২৫ সালের ১ অক্টোবরের মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।

প্রার্থীকে ভারতীয় হতে হবে অবশ্যই। তাছাড়া প্রবাসী ভারতীয় কিংবা নেপাল ও ভুটানের বাসিন্দারাও এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন।

ইন্টার্নশিপের মেয়াদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইয়ুথ ফর ইন্ডিয়া ফেলোশিপের মেয়াদ স্থির করা হয়েছে ১৩ মাস অর্থাৎ এক বছর এক মাস। তবে এই আবেদন করতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যেই। 

বৃত্তি

এই ফেলোশিপের জন্য নির্বাচিত হলে আপনি মাসিক ১৬ হাজার টাকা করে বৃত্তি পাবেন এর সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে মাসিক ২ হাজার টাকা যাতায়াতের খরচ, প্রকল্প সংক্রান্ত কাজের জন্য মাসিক ১ হাজার টাকা পাবেন আপনি। এছাড়া এই ফেলোশিপ সম্পূর্ণ করলে আপনাকে একটি রি-অ্যাডজাস্টমেন্ট অ্যালাউয়েন্স হিসেবে ৯০ হাজার টাকা দেওয়া হবে। তাছাড়াও বাড়ি থেকে প্রকল্পের স্থানে আসার জন্য থ্রি-এসির রেলের কামরার রিটার্ন টিকিট ভাড়া আপনাকে দেওয়া হবে। এর সঙ্গেই মিলবে স্বাস্থ্য ও ব্যক্তিগত দুর্ঘটনার জন্য বিমা কভারেজও।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে