Stock Market: লাভের (Profit) বদলে হবে ক্ষতি (Loss) ! আপনিও যদি ইউটিউব (YouTube), ইন্স্টাগ্রামে (Instagram) শেয়ার বাজারের (Stock Market) ইনফ্লুয়েন্সারদের কথা শুনে স্টক (Share Price) কিনে থাকেন, তাহলে সাবধান। চলতি বছরেই এই ধরনের প্রভাবশালীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। 


১৫ হাজার ওয়েবসাইট নিষিদ্ধ 
নতুন করে এবার ১৫ হাজার ওয়েবসাইটকে নিষিদ্ধ করেছে সংস্থা। বিভ্রান্তিমূলক প্রচারের জন্য এদের নিষিদ্ধ করেছে সেবি।  বাজার নিয়ন্ত্রক সংস্থার তরফে বলা হয়েছে, এই ধরনের ওয়েবসাইটগুলি কোনও নির্দিষ্ট স্টক কেনার জন্য বিনিয়োগকারীদের প্রভাবিত করত। সোশ্যাল মিডিয়ায় এদের পরামর্শ শুনে প্রচুর টাকা হারিয়েছে ইনভেস্টাররা।


কী পদক্ষেপ নিয়েছে সেবি
চলতি বছরে কিছু পরিচিত আর্থিক প্রভাবশালী যেমন রবীন্দ্র বালু ভারতী, নাসিরুদ্দিন আনসারিকে নিষিদ্ধ করেছে সেবি। আনসারি 'বাপ অফ চার্ট' নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X -এ পোস্ট করতেন। যেখানে তিনি শেয়ার কেনা-বেচা সম্পর্কে পরামর্শ দিতেন। সেবি আনসারি এবং তার সহযোগীদের একটি এসক্রো অ্যাকাউন্ট খুলতে এবং 17 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই পরিমাণ বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে ব্যবহার করা হবে। যারা তাদের পরামর্সে টাকা হারিয়েছেন তাদের এই পরিষেবা দেওয়া হবে।  


২০ লাখ টাকা জরিমানা
এখানেই শেষ নয়। আনসারিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে সেবি। পদমতি, তাবরেজ আবদুল্লাহ, ওয়ানি, ভামশি সহ তার সহযোগীদেরও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুভাঙ্গী রবীন্দ্র ভারতী, রাহুল অনন্ত গোসাভি ও ধনশ্রী চন্দ্রকান্ত গিরিকেও শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। 


কী অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে
সেবি জানিয়েছে, কোনও ধরনের ডিসক্লেমার ছাড়াই এরা বিনিয়োগকারীদের স্টক নিতে উৎসাহ জোগাত। নিজেদের অনলাইন প্লাটফর্মের মাধ্যমেই চলত এই পরামর্শের কারবার। কোম্পানিগুলির থেকে টাকা নিয়ে সেই স্টক কিনতে বলত এই ফিনফ্লুয়েন্সাররা। এতে বিনিয়োগকারীদের ভুল পথে চালানো করা হত। যার জন্য কোনও কারণ ছাড়াই স্টকের দাম বেড়ে যেত। যা শেয়ার বাজারে নিয়ম বিরুদ্ধ।
 
ফিনফ্লুয়েন্সারদের বিষয়ে সতর্ক করে সেবি
এখন সোশ্যাল মিডিয়ায় স্টক মার্কেট একটা বড় তথ্য়ের জায়গা। অনেক সোশ্য়াল মিডিয়ার প্রভাবশালী ভারতের শেয়ার বাজারে নিয়ে ঠিক তথ্য় দিয়ে থাকেন। কিন্তু বেশিরভাগই টাকা রোজগার করতে কোম্পানির স্টকের প্রচার করেন। এতে তাদের ভালো হলেও টাকা ডোবে বিনিয়োগকারীদের। সেই কারণে মার্কেট সার্টিফায়েড ব্যক্তিদের থেকে পরামর্শ নিতে বলেছে সেবি। এই বিষয়ে বার বার সতর্ক করা হয়েছে ইনভেস্টারদের। 


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


Mutual Fund : SIP-করে ক্ষতি ! এই ৩৪টি মিউচুয়াল ফান্ড ক্ষতি করে দিয়েছে বিনিয়োগকারীদের