SEBI Study: ভারতের বাজার নিয়ন্ত্রকের নতুন একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে ভারতের শেয়ার বাজারে ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্টে পৃথক ব্যবসায়ীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করে দেখা গিয়েছে ২০২৫ অর্থবর্ষের মধ্যে ৯১ শতাংশ মানুষই টাকা হারিয়েছেন এই ইকুইটি ডেরিভেটিভ (F&O Trading) বাজারে অর্থাৎ ৯১ শতাংশ মানুষেরই লোকসান হয়েছে। ২০২৪ সালের মে মাস থেকে ধীরে ধীরে ইকুইটি ডেরিভেটিভ বাজারে ঝুঁকি আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার জন্য সেবি কর্তৃক (SEBI Study) গৃহীত পদক্ষেপগুলি অনুসরণ করে এই নিয়ম স্থির করা হয়েছিল।
২০২৪ অর্থবর্ষের পূর্ববর্তী গবেষণার থেকে এই লোকসানের সংখ্যা ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেই জানা যাচ্ছে সেবির সাম্প্রতিক সমীক্ষায়। ২০২৫ অর্থবর্ষে পূর্ববর্তী বছরের তুলনায় ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিং করা বিনিয়োগকারীদের সংখ্যা কমে গিয়েছে ২০ শতাংশ। এই গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে অন্যান্য বাজারের তুলনায় বিশেষ করে সূচক বিকল্পের তুলনায় ভারত ইডিএসে তুলনামূলকভাবে উচ্চ স্তরের ট্রেডিং দেখতে পায়।
বছরের পর বছর ধরে সূচকের বিকল্পের টার্নওভার ৯ শতাংশ (প্রিমিয়ামের ক্ষেত্রে) এবং ২৯ শতাংশ (অনুমানের ভিত্তিতে) কমে গিয়েছে। তবে ২ বছর আগের তুলনায় সূচক বিকল্পের পরিমাণ ১৪ শতাংশ ও ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্টে প্রিমিয়ামের ক্ষেত্রে ব্যক্তিদের টার্নওভার বছরে ১১ শতাংশ কমেছে। আর দুই বছর আগের একই সময়ের তুলনায় এই পরিসংখ্যান ৩৬ শতাংশ বেড়েছে।
সেবির সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে গত বছর ডেরিভেটিভ বাজারে ঝুঁকির পরিমাপকগুলি আরও কঠোর করার প্রভাব পড়েছে এই বাজারের ট্রেডিংয়ে। গবেষণার জন্য এই পদক্ষেপগুলির পরে ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্টের ট্রেডিং সমস্ত বিনিয়োগকারী এবং ইন্ডিভিজুয়াল উভয়ের জন্যই বিশ্লেষণ করা হয়েছে।
ইকুইটি ডেরিভেটিভ বাজারে কী কী পদক্ষেপ করা হয়েছে
১) উন্নত মানের ডেরিভেটিভ ডিসক্লোজার ও নজরদারি
২) কোনও একক স্টকে ফিউচারস অ্যান্ড অপশনস ইন্সট্যান্স কমানো
৩) সূচক বিকল্পগুলিতে ঘনত্ব এবং হেরফেরের ঝুঁকির সম্ভাবনার উপর আরও ভাল তদারকি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)