Stock Broker: বাজার নিয়ন্ত্রক সেবি সম্প্রতি ৩৯টি স্টক ব্রোকারের রেজিস্ট্রেশন বাতিল করেছে, তার সঙ্গে সঙ্গে ৭টি কমোডিটি ব্রোকার এবং ২২টি ডিপোজিটরি পার্টিসিপেন্টের রেজিস্ট্রেশনও বাতিল করেছে সেবি। রেজিস্ট্রেশনের অপব্যবহার করা এবং বিনিয়োগকারীদের (SEBI Rule) টাকা সুরক্ষিত না করার জন্য এই পদক্ষেপ করেছে সেবি। যে সমস্ত বিনিয়োগকারীরা এই ব্রোকারের (Stock Broker) মাধ্যমে বিনিয়োগ করতেন, তাদের অনেকেই সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। ফলে এই সমস্ত বিষয়ে ব্রোকারের মাধ্যমে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে।


এই সমস্ত ব্রোকারের উপর কড়া পদক্ষেপ


বাজার নিয়ন্ত্রক সেবি বেজেল স্টক ব্রোকার, রিফ্লেকশন ইনভেস্টমেন্টস, সম্পূর্ণা পোর্টফোলিও এই ব্রোকারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে সেবি অনেক আগেই। এর সঙ্গে কমোডিটি ব্রোকার ওয়েলথ মন্ত্রা কমোডিটি, সম্পূর্ণা কম্পট্রেডের রেজিস্ট্রেশন বাতিল করেছে সেবি। অন্যদিকে ডিপোজিটরি পার্টিসিপেন্ট যেমন মুঙ্গিপা ইনভেস্টমেন্ট, পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কও সেবির এই কড়া পদক্ষেপের শিকার হয়েছে।


বিনিয়োগকারীদের কী বার্তা


একটি সংবাদ প্রতিবেদন অনুসারে, সেবির এই পদক্ষেপের মূল কারণ ব্রোকারের মাধ্যমে বিনিয়োগ সুরক্ষিত করা। এই ব্রোকারগুলি কোনও স্টক এক্সচেঞ্জের সদস্যও নয়। আর তাই সেবির রেজিস্ট্রেশনের জন্য ন্যূনতম শর্ত পূরণ করেনি। আপনার ব্রোকারেরও যদি রেজিস্ট্রেশন বাতিল হয়ে থাকে, তাহলে সত্বর তাঁর সঙ্গে সমস্ত রকম ব্যবসায়িক লেনদেন বন্ধ করতে হবে এবং আর কোনও টাকা জমা করা যাবে না। ব্রোকারের সঙ্গে সত্বর যোগাযোগ করে সমস্ত টাকা তুলে নেওয়ার কথা জানাতে হবে, আর একইসঙ্গে আপনার সিকিউরিটিজ অন্য ব্রোকারের কাছে স্থানান্তরের আবেদন জানাতে হবে।


সেবি কীভাবে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়


সেবি জানিয়েছে যে ব্রোকারের রেজিস্ট্রেশন বাতিল হলেও তার কাছে সমস্ত তথ্য রয়েছে এবং তারা বিনিয়োগকারীদের সমস্যাও সমাধান করেছে। এক্ষেত্রে সেবি হয় ব্রোকারের কাছে জমানো টাকা গ্রাহককে পাঠিয়ে দেবে অথবা সমস্ত সিকিউরিটিজ গ্রাহকের অনুমতিক্রমে অন্য ব্রোকারের কাছে স্থানান্তর করবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Nvidia Stock Crash: এই আমেরিকার টেক কোম্পানি একদিনে অম্বানি-আদানির পুরো সম্পদের বেশি টাকা হারিয়েছে