Futures and Options: বাজার নিয়ন্ত্রক সেবি ফিউচারস ও অপশনের জন্য কিছু নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম মূলত চালু হবে যোগ্যতার মাপকাঠিকে (SEBI Update) কেন্দ্র করে। আর এই কারণে ২৩টি স্টকে কিছু বদল আসতে চলেছে। এই সমস্ত স্টকে আর ফিউচারস ও অপশনসে ট্রেড (Stock Market) করা যাবে না। এর পাশাপাশি ফিউচারস অ্যান্ড অপশনস (Futures and Options) কনট্র্যাক্টও বাতিল করা হবে। আর এই ২৩ স্টকের জায়গায় নতুন কিছু স্টক আসবে বলেই জানা গিয়েছে।


যোগ্যতার মাপকাঠিতে এই বদল এসেছে


সেবির সার্কুলার অনুসারে, স্টকের মিডিয়ান কোয়ার্টার সিগমা অর্ডার সাইজ হতে হবে ন্যূনতম ৭৫ লক্ষ টাকা। এর আগে এই অঙ্কটি ছিল শুধুমাত্র ২৫ লক্ষ টাকার। এছাড়াও মার্কেট ওয়াইড পজিশন লিমিট ৫০০ টাকা থেকে ১৫০০ টাকায় বাড়ানো হয়েছে। এছাড়া স্টকের রোজকার ডেলিভারি ভ্যালু গড়ে ১০ কোটি থেকে বেড়ে হয়েছে ৩৫ কোটি টাকা। জানা গিয়েছে ডেইলি ডেলিভারি ভ্যালু এক ধাক্কায় বেড়ে যাওয়ার কারণে সেবি এই যোগ্যতার মাপকাঠি ১০ কোটি থেকে বাড়িয়ে করেছে ৩৫ কোটি টাকা।


৩ মাস যোগ্যতা পূরণ না হলে বাদ পড়বে স্টক


সংবাদমাধ্যম সূত্রের মাধ্যমে জানা গিয়েছে ২৮ জুন ২০২৪ সেবি যে প্রস্তাব রেখেছিল, তাতে কোনও বদল হয়নি। তবে এর পাশাপাশি সমস্ত স্টক এক্সচেঞ্জকে এই নিয়ম মেনে কাজ করতেই বলা হয়েছে। সেবি প্রণয়ন করা নতুন আইনে ফিউচার্স এবং অপশনস সেগমেন্টে যে সমস্ত স্টক টানা ৩ মাস যোগ্যতা পূরণ করতে পারবে না, তাদের বাদ দেওয়া হবে তালিকা থেকে। এর পরে এই সমস্ত স্টকগুলিতে আর কোনও নতুন ফিউচার্স ও অপশনের কনট্র্যাক্ট রুজু করা হবে না। এই নতুন নিয়মের কারণে ২৩টি স্টক তালিকা থেকে বাদ পড়তে পারে বলেই জানিয়েছে আইআইএফএল ব্রোকারেজ ফার্ম।


এই ২৩ স্টকে আর করা যাবে না ফিউচার্স অ্যান্ড অপশনস ট্রেডিং


লরাস ল্যাবস


চম্বল ফার্টিলাইজার


জে কে সিমেন্ট


র‍্যামকো সিমেন্ট


গুজরাত গ্যাস


টরেন্ট ফার্মাসিউটিক্যালস


সান টিভি নেটওয়ার্ক


দীপক নাইট্রাইট


গুজরাত নর্মদা ভ্যালি ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস


ড. লাল প্যাথল্যাবস


ইউনাইটেড ব্রিওয়ারিস


মহানগর গ্যাস


করমন্ডল ইন্টারন্যাশনাল


সায়েন ইন্টারন্যাশনাল


ক্যান ফিন হোমস


অতুল লিমিটেড


গ্র্যানিউলস ইন্ডিয়া


সিটি ইউনিয়ন ব্যাঙ্ক


বাটা ইন্ডিয়া


আইপিসিএ ল্যাবরেটরিজ


মেট্রোপলিস হেলথকেয়ার


ইন্ডিয়ামার্ট ইন্টারমেশ


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market: এই ১০ স্টকে এসেছে বিপুল পতন, বড় লোকসানের মুখে বিনিয়োগকারীরা