Train Ticket Fare Concession: করোনার সময় থেকেই বন্ধ হয়েছিল এই পরিষেবা। মহামারীর সময় থেকে প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ার ছাড় বাতিল করেছিল ভারতীয় রেল (Indian Railways)। যা এখনও শুরু হয়নি। এই পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের জন্য ভাড়া ছাড়ের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। 


Train Fare Concession: পুরুষ , মহিলাদের ট্রেনে কত ছাড় ?
আগে ভারতীয় রেলওয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের পুরুষ বিভাগে ৪০ শতাংশ ছাড় দিত রেল। পাশাপাশি ৫৮ বছর বয়সী মহিলাদের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। এই ছাড়গুলি মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী, দুরন্ত ট্রেনের সব ক্লাসের ভাড়ায় দেওয়া হয়েছিল। যদিও করোনাকালে ২০২২০ সালের ২০ মার্চ থেকে তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে প্রবীণ নাগরকিদের রেলে ছাড়ের বিষয়টি ফের উত্থাপন করেছেন বিজেপি সাংসদ রাধামোহন সিংয়ের নেতৃত্বাধীন রেলওয়ের স্থায়ী কমিটি।


Indian Railways: কী বলছে রেলের কমিটি
ইতিমধ্য়েই প্রবীণ নাগরিকদের রেলের ভাড়ায় ছাড়ের বিষয়টি সংসদের উভয় কক্ষে পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন কোভিডের যুগ আর নেই।  রেলও ভাড়া ছাড়ে সাশ্রয় করে লাভবান হয়েছে। সেই কারণে রেলের রাজস্বও বেড়েছে। এই ক্ষেত্রে ফের প্রবীণ নাগরকিদের রেল ভাড়ায় ছাড় দেওয়া উচিত।


Train Fare Concession: এই শ্রেণির জন্য বিশেষ সুপারিশ
কমিটি প্রতিবেদনে বলেছে, প্রবীণ নাগরিকদের ভাড়া ছাড়ের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বিশেষ করে A3 ও  স্লিপার শ্রেণির যাত্রীদের সুবিধা দেওয়া যেতে পারে, যাতে অভাবী মানুষ সাহায্য পেতে পারেন। কমিটি বলেছে, এর জন্য রেলওয়ে ও সরকারের কাছে এটি পুনরায় চালু করার সুপারিশ করা হচ্ছে।


Senior Citizen: এখন ছাড় দেওয়ার কোনও পরিকল্পনা নেই
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিষেয়ে বিবৃতি জারি করে রেলমন্ত্রী বলেছেন, ''রেলের ছাড়ের বিষয়টি নতুন করে  চালু করার কোনও তাত্ক্ষণিক পরিকল্পনা নেই। কারণ ইতিমধ্যেই রেলের সব যাত্রীদের ৫০-৫৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।''


Order Food Online: ভারতীয় রেলের যাত্রীরা এবার থেকে সফর করার সময়েই অনলাইনে হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমে খাবার অর্ডার (Order Food Online) করতে পারবেন। সম্প্রতি এই খবর জানা গিয়েছে। IRCTC-র ফুড ডেলিভারি সার্ভিস Zoop সম্প্রতি with Jio Haptik- এর সঙ্গে যুক্ত হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে ভারতীয় রেলে সফর করার সময় যাত্রীরা WhatsApp chatbot service- এর মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলেই যাত্রীরা অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। শুধুমাত্র PNR নম্বর ব্যবহার করলেই খাবার অর্ডার করা সম্ভব হবে। আলাদা করে কোনও সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করতে হবে না। খুব সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে সফর করার সময় খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা।


Jio Plans: ৫০০ টাকার কমে জিও দিচ্ছে এই ১৩টি প্ল্যান, জেনে নিন কোনটি সেরা ?