Share Market: আশাহত করল না নিফটি, সেনসেক্স। সোমবার সপ্তাহের শুরুতেই ৬১,০০০-এর ওপরে চলে গেল বাজার। আজ ভারতীয় পুঁজিবাজারে 'বুল রান' অব্যাহত। এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং ডে-তে দারুন গতিতে বন্ধ হয়েছে স্টক মার্কেট। 


আজ ৬১০০০-এর উপরে পৌঁছেছে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স। লেনদেনের শেষে ২৩৯ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৬১,১৮৯ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৮৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৮,১৯৯ পয়েন্টে বন্ধ হয়েছে।


Stock Market Closing: কোন খাতের কী অবস্থা ?
বাজারে আজ ফার্মা, ভোগ্যপণ্য ও স্বাস্থ্য পরিষেবা খাত ছাড়া বাকি সব সেক্টরের শেয়ারে বড়সংখ্যক লেনদেন হয়েছে। ব্যাঙ্ক নিফটি, নিফটি আইটি, নিফটি অটো, নিফটি এফএমসিজি, মেটাল, শক্তির মতো সেক্টরগুলিতে দুর্দান্ত লাভ দেখা গেছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 36টি শেয়ার বেড়েছে। 14টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 20টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 10টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বাজারে শক্তিশালী বুল রানের কারণে BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন বেড়েছে 284.68 লক্ষ কোটি টাকা।


Share Market: আজ বাজারে বুলিশ স্টক


আজকে যে স্টকগুলিতে কেনাকাটা বেড়েছে তার মধ্যে রয়েছে, ব্রিটানিয়া 8.81 শতাংশ, এসবিআই 3.40 শতাংশ, আদানি এন্টারপ্রাইজ 3.32 শতাংশ, বিপিসিএল 2.79 শতাংশ, আইশার মোটরস 2.41 শতাংশ, টাটা মোটরস 2.27 শতাংশ, টাটা স্টিল 1.86 শতাংশ, হিন্দালকো, কোল 1.16 শতাংশ ও ICICI ব্যাঙ্ক 1.35 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।


Stock Market Closing: আজ বাজারে পতন হয়েছে এই স্টকগুলির


আমরা যদি মুনাফা বুকিং হয়েছে এমন স্টকগুলির দিকে তাকাই, তবে Divi's Lab 8.86 শতাংশ, Asian Paints 2.45 শতাংশ, Cipla 1.33 শতাংশ, Bajaj Finserv 1.26 শতাংশ, Adani Ports 1.15 শতাংশ, Sun Pharma 1.11 শতাংশ, Titan Company 1.02 শতাংশ, Kotak Mahin1. শতাংশ, ড. রেড্ডি 0.88 শতাংশ 
ও IndusInd ব্যাঙ্ক 0.74 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে। মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর ছুটি। তাই পুঁজিবাজার বন্ধ থাকবে।


আরও পড়ুন: SBI Business Idea: মাসে রোজগার ৮০,০০০ টাকা, স্টেট ব্যাঙ্কের সঙ্গে শুরু করুন ব্যবসা