Stock Market Down: মঙ্গলে অমঙ্গল। প্রতিটি সেক্টরে ধস। শেয়ার বাজারে ফের পতনের ধাক্কা। ১০৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটিও নেমে এল ২১,২৩৮-এর স্তরে। এদিন বাজারে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা হারালেন বিনিয়োগকারীরা। নিফটি মিডক্যাপ সূচকেই বড় ধস লক্ষ করা গিয়েছে। এক মাসের মধ্যে এদিনই সবথেকে বেশি নিচে নামে সূচক।


এই সপ্তাহে পরপর দুদিন বন্ধ বাজার। গতকাল সোমবার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বন্ধ ছিল বাজার, আর আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও বন্ধ থাকবে বাজার। সামনে ১ ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট ঘোষণার আগে আর কোনও লক্ষ্যমাত্রা নেই বাজারের। সামনেই এক্সপায়ারির তারিখ। তার আগেই এই পতন আশঙ্কার ভাঁজ ফেলেছে বিনিয়োগকারীদের মনে।


পড়েছে সূচক


মঙ্গলবার বাজার বন্ধের সময় বিএসই-র (BSE) সূচক সেনসেক্স প্রায় ১.৪৭ শতাংশ অর্থাৎ ১০৫৩.১০ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭০৩৭০.৫৫। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ প্রায় ১.৫৪ শতাংশ অর্থাৎ ৩৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২১২৩৮.৮০-এর স্তরে।


সেক্টরে পতন-বৃদ্ধি


এদিন বাজারে কেবলমাত্র নিফটি ফার্মা এবং নিফটি হেলথকেয়ার সূচক বৃদ্ধি পেয়েছিল যথাক্রমে ১.৬৬ ও ১.৮১ শতাংশ হারে। অন্য সমস্ত সেক্টরেই পতন দেখা গিয়েছে। নিফটি মিডক্যাপ এবং নিফটি স্মলক্যাপের সূচক প্রায় ৩.১১ শতাংশ হ্রাস পেয়েছিল। এর ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত কোম্পানিগুলির মোট মূলধন হ্রাস পেয়েছে ৮ লক্ষ কোটি টাকা।


কেন পতন ?



  • বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি মাস নেগেটিভের মাস। এর আগেও এই মাসে নেগেটিভ রিটার্ন দেখেছে বাজার। পরপর চার বছর জানুয়ারি মাসে এমন পতন লক্ষ করেছে বাজার। এই মাসে ব্যাঙ্ক সূচকও প্রায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

  • কিছু কিছু শেয়ারে আকস্মিক পতন প্রভাব ফেলেছে বাজারেও। HDFC ব্যাঙ্ক, জি মিডিয়া ইত্যাদি সংস্থার শেয়ারে বড় পতন সেনসেক্সকে দুর্বল করেছে।


কোম্পানিগুলোর ত্রৈমাসিক ফলাফল যে এই সপ্তাহের বাজারকে প্রভাবিত করবে তা আন্দাজ করাই গিয়েছিল। Axis Bank এবং Bajaj Auto সহ অনেক বড় কোম্পানির ত্রৈমাসিক ফলাফল সপ্তাহে আসতে চলেছে। সপ্তাহে একটি মেইনবোর্ড এবং ৫টি এসএমই আইপিও চালু করা হচ্ছে। সেই প্রভাবও রয়েছে। তাছাড়া আগের সপ্তাহেও বৃহস্পতিবার বাজার পড়েছিল প্রায় ১৬০০ পয়েন্ট। এভাবে প্রায় দুই মাসের মধ্যে গত সপ্তাহটি অভ্যন্তরীণ বাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ প্রমাণিত হয়েছে।


আরও পড়ুন: Share Market: হংকংকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ভারতের