Share Market: শুক্রবার সকালের বাজারেই লাভের মুখ দেখল বিনিয়োগকারীরা। সকাল সকাল ঘরে ফিরল ২ লক্ষ কোটি টাকা। বাজার (Share Market) এখন উর্ধ্বগতির চূড়ায়। বৃহস্পতিবার টানা ৬ দিনের কনসলিডেশন ব্রেক আউটের পর তেজিভাব দেখিয়েছিল সেনসেক্স এবং নিফটি। অনেকেই আশা করেছিলেন এবার ছুটবে 'Raging Bull'। শুক্রবার বাজার খুলতেই সেই তেজ লক্ষ করা গেল। সেনসেক্স এই প্রথমবার পৌঁছল ৭১ হাজারের ঘরে।
মূলত মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক (FED) যেহেতু তাদের মূল সুদের হার একই রেখেছে, তাই বাজার বেশ অনেকটাই আশাবাদী। বিশ্ববাজারে আশা বেড়েছে এই সংবাদে। গতকাল বাজার বন্ধের সময় রেকর্ড স্তরে পৌঁছনোর পর আজও ফের নয়া উচ্চতায় সেনসেক্স। শুক্রবার সকাল বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সূচক সেনসেক্স ২৯৩.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৭০৮০৭.৮০।
এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) সূচক নিফটি প্রায় ০.৪৩ শতাংশ অথবা ৯১.৬০ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২১২৭৪.৩০-এর স্তরে। তারপর বাজারের গতি বাড়তে থাকে। সব মিলিয়ে সেনসেক্স বৃদ্ধি পায় প্রায় ৫৬৯.৮৮ পয়েন্ট, পৌঁছয় এর সর্বোচ্চ স্তর ৭১০৮৪.০৮ পয়েন্টের ঘরে। প্রাথমিক ট্রেডে বিএসই-র মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে এর রেকর্ড স্তরে পৌঁছয়। শুক্রবার সকালের ট্রেডে তা দাঁড়ায় প্রায় ৩৫৮ লক্ষ কোটিতে।
সকালের ট্রেডে সবথেকে বেশি লাভের মুখ দেখেছে Infosys, Tech Mahindra, HCL Technologies, Tata Consultancy Services, Wipro and JSW Steel এই স্টকগুলি। অন্যদিকে আজ বাজারে রেড ক্যান্ডেল দেখিয়েছে Nestle, Bharti Airtel, Axis Bank ITC কোম্পানির স্টকগুলি। আজ সকালের ট্রেডে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটালের সূচক সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ১.৩৪ শতাংশ অথবা ৯২৯.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স দিনের শেষে দাঁড়ায় ৭০৫১৪.২০ পয়েন্টে। বাজার আজ শুরু থেকেই ঊর্ধ্বগতি দেখিয়েছে। মূল সূচক সবকটিই প্রায় সবুজ সঙ্কেত ছিল। দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৫৬.৩৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২১১৮২.৭০ পয়েন্টে। গত সপ্তাহে উত্থানের পর কিছুটা হলেও থিতিয়ে পড়েছিল বাজার (Share Market)। বুধবার বিএসই সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty) সপ্তাহের তৃতীয় দিন লোকসানের সঙ্গে ব্যবসা শুরু করেছিল। যদিও পরে বাজার ফিরে আসে। আর সপ্তাহের চতুর্থ দিনে বাজার ঘুরে দাঁড়ায়।