Stock Market: ফের একটি নতুন শিখর ছুঁয়ে ফেলল ভারতের শেয়ার বাজার। ৭৫০০০-এর ঐতিহাসিক সীমায় পৌঁছে গেল সেনসেক্স। সপ্তাহের দ্বিতীয় দিনের শুরুতেই বিরাট লাফ বাজারে। শুধু সেনসেক্স নয়, ব্যাঙ্ক নিফটিও আজ সকালের সেশনে ৪৮,৮১২.১৫–এর স্তরে উঠে সর্বকালীন উচ্চতার রেকর্ড গড়ে। অটো সূচকেও গতি দেখা যাচ্ছে আজ, আর অন্যদিকে আইটির শেয়ারগুলির দাম বাড়তে থাকার কারণে আইটি সূচকেও উর্ধ্বগতি এসেছে। গত কয়েকদিন ধরেই শেয়ার বাজার (Share Market Opening) উর্ধ্বমুখী। ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বাজার, বিনিয়োগকারীদের মুখেও হাসি ফুটছে বাজারের রিটার্নের উপর।  


কোন রেকর্ড গড়ল আজ বাজার


আজ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স সকালেই ৭৫,১২৪ পয়েন্টে খোলে। ৩৭৮ পয়েন্ট বেড়েছে এই সূচক এবং ভারতের শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথম ৭৫ হাজারের সীমা ছুঁয়ে ফেলে সেনসেক্স। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (Share Market Opening) সূচকেও আজ বিরাট গতি। ২২,৭৬৫ স্তরে সর্বকালীন উচ্চতায় খোলে নিফটি ৫০। ৯৮.৮০ পয়েন্ট বাড়ে এই সূচক।


সেনসেক্স ও নিফটির শেয়ারে কী গতি


বাজার খুলতেই হু হু করে বেড়ে যায় সেনসেক্স ও নিফটির সূচক। ৭৫ হাজার পেরিয়ে যায় সেনসেক্স। মাত্র ১৫ মিনিটের মধ্যেই BSE-র ৩০টি শেয়ারের মধ্যে ১৬টি শেয়ারেই সবুজ সঙ্কেত দেখা গিয়েছে, দাম বেড়েছে এই ১৬টি শেয়ারের। আর নিফটির অধীনে থাকা ৫০ টি স্টকের মধ্যে আজ সকালের সেশনে ২৮টি স্টকে এসেছে বিপুল গতি।


BSE-র বাজার মূলধন বেড়েছে


বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গতকালই ছাড়িয়েছিল ৪০০ লক্ষ কোটি। আজ তা পেরোল ৪০১.৮২ লক্ষ কোটিতে। নিরন্তর গ্রোথ লক্ষ্য করা গিয়েছে বাজারে। আর গতকালই ইতিহাসে প্রথমবার বাজারের মূলধন ৪০০ লক্ষ কোটি ছাড়ায়, আর কিছুদিনের মধ্যেই বিশ্ব বাজারের (Share Market Opening) নিরিখে ভারতের শেয়ার বাজারের মূলধন পৌঁছবে ৫ ট্রিলিয়নে।


কোন শেয়ারে সবথেকে বেশি গতি


আজকের বাজারে সকালের সেশনে সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে ইনফোসিস শেয়ারের দাম বেড়েছে ২.০২ শতাংশ। অ্যাপোলো হসপিটালসের শেয়ারের দাম ১.২৯ শতাংশ বেড়েছে। এছাড়াও HCL Tech, Hero Motocorp, Wipro, Adani Ports, Tech Mahindra, TCS ইত্যাদি স্টকের দাম বাড়তে দেখা গিয়েছে আজ।


নিফটি ব্যাঙ্কের সূচকও রেকর্ড উচ্চতায়


নিফটি ও সেনসেক্স সূচকের মত আজ নিফটি ব্যাঙ্কের সূচকু রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। এই প্রথমবার বাজার খুলতেই ৪৮,৮০০-এর স্তর পেরিয়ে গিয়েছে নিফটি ব্যাঙ্ক। ৪৮,৮১২ –এর নতুন রেকর্ড ছুঁয়ে ফেলে ব্যাঙ্ক নিফটি আজ। পিএসইউ ব্যাঙ্ক ও প্রাইভেট ব্যাঙ্কগুলিতেই আজ বেশি গতি দেখিয়েছে এবং শক্তপোক্ত সাপোর্ট রয়েছে এইসব স্টকগুলিতে।


আরও পড়ুন: Hyundai Exter: শহরের জন্য আদর্শ গাড়ি ! কোনও খামতি আছে কি ? রইল হুন্ডাই এক্সটারের রিভিউ