Share Market Update: অস্থিরতার বাজারে আশা জাগাচ্ছে 'ইনভারটেড হ্যামার' (উল্টো হাতুড়ি)। বাজার বিশ্লেষকরা বলছেন, সোমবার আতঙ্ক কাটতে পারে বাজারে। তবে সবকিছু নির্ভর করছে এই কয়েকটি বিষয়ের ওপর।


Stock market Today: থামেনি অস্থিরতা, শুক্রবারও 'সাইডওয়াইজ' গিয়েছে বাজার। বড় ওঠা-নামা না থাকায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। তবে আতঙ্কের বাজারে আশা জাগাচ্ছে 'ইনভারটেড হ্যামার'।এদিন ১৭,২৭৬.৩০-এ নেমেছে নিফটির সূচক। যদিও দিনের শেষে 'ইনভারটেড হ্যামার' তৈরি করেছে নিফটির ক্যান্ডেল। যা আশা জাগাচ্ছে লগ্নিকারীদের মনে।


Stock market Update: কী এই 'ইনভারটেড হ্যামার' ?    
ক্যান্ডেলস্টিকের বিশ্লেষণ বলছে, বাজারের বিপরীতে যাওয়ার দিক নির্দেশ করে এই ক্যান্ডেল। যেখানে ক্যান্ডেলের রং সবুজ বা লাল থাকাটা মূল বিষয় নয়। ক্যান্ডেলটিকে উল্টো হাতুড়ি বা ইনভারটেড হ্যামারের মতো দেখতে হবে। এর আকার খুব ছোট হয়। বাজারের ভায়ায় এতে কোনও শ্যাডো দেখতে পারবেন না আপনি। এটা সব সময় চার্টের বটম বা নিচের দিকে হয়। সেই ক্ষেত্রে পরের দিন সূচক ওপরে ওঠার কথা। আপাতত এই দেখেই আশা জাগছে ইনভেস্টারদের মনে। 


Share Market Update: রাশিয়া-ইউক্রেন সংঘাত
আমেরিকায় সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন টেনশনের দিকে তাকিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছে দালাল স্ট্রিট। তবে নতুন রিপোর্ট বলছে, রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট। সেই কারণে এখনও 'সাইডওয়াইজ' সরছে বাজার। 


Stock market Update: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
নিফটি ১৭,৩০০ পয়েন্টের নিচে নেমে আশায় চিন্তা বাড়ছে বিনিয়োগরকারীদের। আগামী সপ্তাহে আমেরিকায় সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন টেনশনের একই হাল থাকলে বাজারও নিচের দিকেও যেতে পারে।বাজার বিশেষজ্ঞদের ধারণা, ১৭,৩০০-র নিচে নিফটি যাওয়ায় ফের বাড়তে পারে বিপদ। সেই ক্ষেত্রে ১৭,০০০-এ একটা সাপোর্ট নিতে পারে নিফটি। তাতে অসফল হলে ফের ১৬,৮০০-তে রয়েছে মজবুত সাপোর্ট। সেখান থেকে ফের ঘুরতে পারে বাজার। তবে ১৬,৮০০-র ঘরে গেলে মারাত্মক প্রভাব পড়বে বাজারে।