Joe Biden: মার্কিন মুলুকে সিলিকন ভ্যালি ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়ে আমানতকারীদের। ব্যাঙ্ক বন্ধ ঘোষণা হতেই আতঙ্কে রক্তচাপ বাড়ে আমেরিকানদের। যা নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কী বলেছেন হোয়াইট হাউসের প্রধান ?     

Bank News: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীদের জন্য খবর সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্কট নিয়ে সরব হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, আমেরিকার ব্যাঙ্কিং খাত সম্পূর্ণ নিরাপদ। তবে ভবিষ্যতে এই ধরনের সঙ্কট এড়াতে আরও কঠোর নজরদারির দিকে এগোতে হবে আমেরিকাকে। 

Silicon Valley Bank: কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ? সিলিকন ভ্যালি ব্যাঙ্ক নিয়ে জো বাইডেন জানান, আমেরিকার মানুষের কাছে ব্যাঙ্কিং ব্যবস্থা খুবই নিরাপদ একটি প্লাটফর্ম। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের পর হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ''যখনই আপনার অর্থের প্রয়োজন হবে, তখনই আপনারা আমানত ফেরত পাবেন।  সিলিকন ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীরা যাতে তাদের টাকা ফেরত পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।'' করদাতাদের কোনও ক্ষতি হতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

Bank News: কোথা থেকে আসবে আমানতকারীদের টাকা ?সিলিকন ভ্যালি ব্যাঙ্কের টাকা ফেরত নিয়ে  জো বাইডেন জানান, ব্যাঙ্কে টাকা রাখার জন্য যে বিমা দেওয়া হয়, তা থেকেই আমানতকারীদের টাকা দেওয়া হবে।  তবে এই ঘটনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেন বাইডেন। তিনি বলেন, ২০০৮ সালের আর্থিক সঙ্কটের পরে যে কঠোর নিয়মগুলি করা হয়েছিল, তা প্রাক্তন রাষ্ট্রপতি ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দুর্বল করেছেন। বর্তমানে মার্কিন কংগ্রেসকে দেশের অর্থনীতি আরও মজবুত করতে কঠোর নিয়ম করার জন্য আহ্বান জানিয়েছেন।

মার্কিন মুলুকে ঝাঁপ বন্ধ আরও একটি ব্যাঙ্কের। সিলিকন ভ্যালি ব্য়াঙ্কের পর এবার নিউ ইয়র্কের সিগনেচার ব্যাঙ্ক। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থার তরফে বন্ধ করে দেওয়া হল ওই ব্যাঙ্কটিকে।

ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন (FDIC)-কে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এর অর্থ, এবার ওই ব্য়াঙ্কের সম্পত্তি খোলা বাজারে নিলাম করে ব্যাঙ্কের গ্রাহকদের তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত, ক্রিপ্টোকারেন্সি লেনদেনেও ছিল এই সিগনেচার ব্যাঙ্ক।

কদিন আগেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের স্টার্টআপে ঋণ দেওয়ার অন্যতম ব্যাঙ্ক সিলিকন ভ্যালি ব্যাঙ্ককে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বুঝে বাধ্য হয়ে হস্তক্ষেপ করে  মার্কিন সরকার। সিলিকন ব্যাঙ্কের শেয়ারের দর পড়ে যায় ৬০ শতাংশ। তারপরে ফের মার্কিন মুলুকের আরও একটি ব্য়াঙ্ক বন্ধের মুখে। ডিপোজিটরদের বাঁচাতে FDIC সিগনেচার ব্য়াঙ্কের যাবতীয় সম্পত্তি সিগনেচার ব্রিজ ব্যাঙ্কে সরিয়েছে। এটি সম্পূর্ণ FDIC নিয়ন্ত্রনাধীন একটি ব্য়াঙ্ক। যেটি সম্পত্তি নিলামের ব্যবস্থা করবে।   

7th Pay Commission: করোনাকালের ১৮ মাসের ডিএ দেবে সরকার ? সংসদে এই জানালেন মন্ত্রী