নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভারতের বাজারে তাদের মিড সাইজ সেডান স্লাভিয়া নিয়ে আসছে স্কোডা(Skoda Slavia) । সামনের সপ্তাহেই দেশে লঞ্চ হতে চলেছে এই গাড়ি।


Skoda Slavia Update: কিছুদিন আগেই Skoda Kushaq লঞ্চ করেছে কোম্পানি। এসইউভির সাফল্যের পর এবার সেডানের দিকে ঝুঁকছে স্কোডা। সবথেকে বড় বিষয় কেবল ভারতের বাজার লক্ষ্য করেই এই নতুন সেডান নিয়ে আসছে চেক কোম্পানি। আগামী ১৮ নভেম্বর লঞ্চ হবে এই গাড়ি।


ভারতে INDIA 2.0 প্রজেক্টের উদ্যোগে Skoda Kushaq লঞ্চ করেছিল কোম্পানি। এবার মিডসাইজ সেডান MQB A0 প্লাটফর্মে তৈরি হয়েছে স্লাভিয়া (Skoda Slavia)। ফক্সওয়াগনের (Volkswagen)-এর ট্রান্সভার্স টুলকিট বিশেষভাবে নিয়ে আসা হয়েছে ভারতের জন্য। স্লাভিয়াতে এই টুলকিট দিচ্ছে কোম্পানি। 


Skoda Slavia ডিজাইন ও ইঞ্জিন
স্লাভিয়াতে বরাবরের মতো চওড়া ক্রোম গ্রিল থাকছে। সঙ্গে দেওয়া হয়েছে ডে টাইম এল আয়তনের লাইট স্ট্রিপ। সেডানে নতুন টার্বো পেট্রল ইঞ্জিন দিতে পারে কোম্পানি। তবে সেই ক্ষেত্রে অটোমেটিক বা ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হতে পারে গাড়িতে। এরকম হলে সেডানে সিক্স স্পিড ম্যানুয়াল বা সিক্স স্পিড অটোমেটিক গিয়ারবক্স থাকতে পারে। 


Skoda Slavia-র প্রতিদ্ব্ন্দ্বী কারা ?   
এই সেগমেন্টে হন্ডা সিটি, মারুতি সুজুকি সিয়াজ, হুন্ডাই ভার্না, ফক্সওয়াগন ভেন্টোর সঙ্গে লড়াইয়ে নামতে হবে স্কোডা স্লাভিয়াকে। মূলত মিড সাইজ সেডান সেগমেন্টকে টার্গেট করেই এই গাড়ি আনা হচ্ছে। এই তালিকায় নাম রয়েছে Toyota Yaris-এর। যদিও বিক্রি খারাপ হওয়ায় এই গাড়ি নিয়ে আর নতুন করে ভাবছে না Toyota। বাজার থেকে এই গাড়ি সরিয়ে দিয়েছে কোম্পানি।


অটোসাইটগুলির মতে, নতুন এই গাড়ি লঞ্চ করে পুরোনো Rapid বন্ধ করবে কোম্পানি। সূত্রের খবর, Rapid-এর পরিবর্তে বাজারে আনা হচ্ছে স্কোডা স্লাভিয়া। Rapid-এর সাইজের হলেও অনেক বেশি প্রিমিয়াম ফিচার ও স্পেকস থাকবে এই সেডানে। 


আরও পড়ুন :Hyundai Creta Facelift: চমকে দেওয়ার মতো লুক, অ্যাডভান্স ফিচার নিয়ে আসছে নতুন হুন্ডাই ক্রেটা


আরও পড়ুন : Honda ZR-V Update: ক্রেটা-সেলটসের দিন শেষ ? ভারতে আসছে Honda ZR-V ও BR-V !