Fixed Deposit : শেয়ার বাজারের অস্থিরতা ছেড়ে আজও দেশের বেশিরভাগ মানুষ স্থায়ী আমানতে (Fixed Deposit) বিনিয়োগ করতে পছন্দ করেন। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের দিকেই ঝোঁকেন বিনিয়োগকারীরা। সুরক্ষিত ভবিষ্যতের পাশপাাশি ভাল সুদ পেতেই এই কাজ করেন তাঁরা। তবে এর মধ্যেই তৈরি হয় কিছু দ্বন্দ্ব।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (FDs) হল আপনার টাকা বিনিয়োগ করার একটি নিরাপদ বিকল্প। এই স্কিমগুলি এমন রিটার্ন অফার করে যা অনেক ব্যাঙ্কের FD-থেকে বেশি। ২০২২ সালের মে থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বৃদ্ধির পরে ব্যাঙ্কগুলি মেয়াদি আমানতের ওপর সুদ বাড়িয়েছে। অনেক ব্যাঙ্ক ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে এখন ৩ থেকে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। পিছিয়ে নেই পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি। সেই ক্ষেত্রে কোথায় বিনিয়োগ করলে আপনার বেশি লাভ।
State Bank Of India: পোস্ট অফিস এফডি বা এসবিআই টার্ম ডিপোজিটে আপনার টাকা বিনিয়োগ করতে গিয়ে যদি বিভ্রান্ত হন, তবে জেনে নিন এই বিষয়গুলি।
সময়কাল:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটি মেয়াদি জমার সময়কাল ৭ দিন থেকে ১০ বছর হতে পারে। পোস্ট অফিস স্কিমগুলি শুধুমাত্র ১, ২, ২ ও ৫ বছরের জন্য বিনিয়োগের সুযোগ দেয়।
রিটার্ন:
সাধারণ জনগণের জন্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার নিচে খুচরো আমানতের উপর ৩ থেকে ৭ শতাংশের মধ্যে রিটার্ন অফার করে। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ০.৫ শতাংশ অতিরিক্ত সুদ। ব্যাঙ্কের বিশেষ অমৃত কলশ প্রকল্পের অধীনে, ফলন ৭.৬ শতাংশ পর্যন্ত পেতে পারেন বিনিয়োগকারী। তবে মনে রাখবেন, অমৃত কলশ প্রকল্পের মেয়াদ ৪০০ দিন।
পোস্ট অফিসের মেয়াদি আমানত ৬.৮ থেকে ৭.৫ শতাংশের মধ্যে সুদ দেয়৷ সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের জন্য কোনও বিশেষ হার নেই।
ট্যাক্স বেনিফিট:
এসবিআই ও পোস্ট অফিস উভয়ই গ্রাহকদের আয়কর আইনের অধীনে কর সুবিধা দিয়ে থাকে।
আগে টাকা তোলার যাবে:
পোস্ট অফিসে টাকা জমার তারিখ থেকে ছয় মাসের আগে FD তোলা যাবে । তবে আমানত ছয় মাসের পরে থেকে এক বছরের আগে বন্ধ করলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার FD-তে প্রযোজ্য হবে।
এসবিআই এফডিও সময়ের আগে তোলা যাবে। সেই ক্ষেত্রে জরিমানা করা হয়।
SBI ও পোস্ট অফিস FD-র মধ্যে কোন বিকল্প বেছে নেবেন?
সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আপনার আর্থিক লক্ষ্যগুলি বিবেচনা করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পোস্ট অফিস স্কিম উভয়ই স্থিতিশীল রিটার্ন অফার করে যেহেতু তারা সরকারের সঙ্গে যুক্ত। আপনি যদি একটি স্বল্প মেয়াদি আমানত বেছে নিতে চান, তাহলে এসবিআই একটি ভাল বিকল্প হতে পারে। দীর্ঘ সময়ের FD-র জন্য, আপনি রিটার্নের হার বিবেচনা করে আপনার সিদ্ধান্ত নিতে পারেন।
আরও পড়ুন : PNB Alert: পিএনবি-র নামে বড় প্রতারণার ফাঁদ, ভুলেও এই কাজটি করবেন না