Stock Market: বিপুল উর্ধ্বগতি বাজারে, সপ্তাহের শুরুতেই সবুজ হল বাজার। সেনসেক্স এবং নিফটি দুটি সূচকেই বিরাট লাফ। ১২৪১ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex), নিফটি (Nifty 50) এখন ২১৭২৭-এর ঘরে। ৩৮৫ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে বি অ্যান্ড পি সেনসেক্স সূচক বেড়েছে প্রায় ১৩০০ পয়েন্ট।


গত সপ্তাহে কেমন ছিল বাজার ?


গত সপ্তাহে শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বন্ধ ছিল বাজার (Share Market)। তার আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবার শেষ ট্রেডিং ডে-তে বাজার শেষ হয়েছিল ১০১ পয়েন্ট নেমে, নিফটি সূচক দাঁড়িয়েছিল ২১৩৫২ স্তরে আর সেনসেক্স ছিল ৭০৭০০ পয়েন্টে। ৩৫৯ পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স সূচক (BSE Index)। বাজার বিশেষজ্ঞদের মতে, এদিন ২১৫০০ পয়েন্টে সূচকে একটি রেজিস্ট্যান্স রয়েছে, চার্টে দেখা গিয়েছে সেই রেজিস্ট্যান্স ভেঙে দিয়েছে সূচক। ফলে কালকের বাজারেও যে সূচক উর্ধ্বমুখী থাকবে তা আন্দাজ করা যায়। কিন্তু এখানেও খেয়াল রাখতে হবে ২১৭৫০ স্তরেও একটি রেজিস্ট্যান্স আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বাজার সেদিকে যাওয়ার পর কী হয় সেটাই দেখার।


আজকের বাজারের হাল-হকিকত


এদিনের বাজারে নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক দুইই বেড়েছে ১.৬৩ শতাংশ। এমএফসিজি ছাড়া নিফটি অটো, ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, রিয়েলটি, কনজাম্পশন ইত্যাদি সমস্ত সূচকেই (Sensex) সবুজ সঙ্কেত দেখা গিয়েছে। ইন্ডিয়া ভিক্সের (India Vix) সূচকও বাড়ে প্রায় ১৩.০৫ শতাংশ। এই ভিক্স আসলে ভোলাটিলিটি ইনডেক্স। বাজেটের আগে আগে বাজারে এরকম ভোলাটিলিটি লক্ষ করা যায়। অর্থাৎ খুব দ্রুত ওঠানামা করে বাজার। ইন্ডিয়া ভিক্সের সূচক সেই ইঙ্গিতই করে।


কোন কোন স্টক বাড়ল ?


বিএসই সূচকের (Sensex) অন্তর্ভুক্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজ ৬.৬ শতাংশ বেড়েছে। টাটা মোটরস, কোটাক ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, এনটিপিসির শেয়ারেও বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। ONGC-র শেয়ার আজ ৯ শতাংশ বেড়েছে। সেনসেক্সের মিড ক্যাপ সূচক এদিন বেড়েছে ১.৬৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক বেড়েছে ১.০২ শতাংশ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক এদিন প্রায় ২.৪ শতাংশ বেড়েছে।


কোন স্টকে পতন ?


Au Small Finance Bank, SBI Cards and Payment, Ceat এবং Tanla Platforms -এর স্টকে এদিন সবথেকে বেশি ক্ষতি হয়েছে।


সোমবার ভারতের বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য বাজারেও উর্ধ্বগতি দেখা গিয়েছে। জাপানের শেয়ার বাজারের সূচক বেড়েছে ০.৭৭ শতাংশ এবং হংকংয়ের সূচক বেড়েছে প্রায় ০.৭৮ শতাংশ।