Sensex: দেশীয় শেয়ার বাজার গতকাল মার্কিনি নির্বাচনে ট্রাম্পের জয়ের আবহে বড় উত্থান দেখা গিয়েছিল। তবে আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর সেই উত্থান এবং মুনাফা গ্রাস করে নিল বাজার। নেমে এল বড় পতন। সেনসেক্স (Sensex Today) এবং নিফটি (Nifty 50) উভয় সূচকই ১ শতাংশ হারে পতনে বন্ধ হল আজ। আজ সকালে বাজার (Stock Market) খোলার ২ ঘণ্টার মধ্যেই শুরু হয় পতন। দুদিন টানা উত্থানের পরে এবার পতন বাজারে।
কোথায় বন্ধ হল বাজার
এই দুদিনে নিফটি আইটি সূচকেই বেশি উত্থান দেখা গিয়েছিল। আজ সকালেও এই সূচকই বাজারকে ধরে রেখেছিল, কিন্তু পরে এই সূচকেও পতন আসে। ৮০ হাজারের নিচে এসে বন্ধ হয় শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স আজ ৮৩৬.৩৪ পয়েন্ট বা ১.০৪ শতাংশ পড়েছে এবং অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ বন্ধ হয়েছে ১.১৬ শতাংশ পতনে। সেনসেক্স বন্ধ হয়েছে ৭৯,৫৪১ পয়েন্টে এবং নিফটি বন্ধ হয়েছে আজ ২৪,২০০-এর স্তরে।
ফার্মা স্টকে সবথেকে বেশি পতন
ফার্মা স্টকগুলিতে সর্বোচ্চ ১.৭৫ শতাংশ পতন দেখা গিয়েছে আজকের বাজারে। অন্যদিকে নিফটি ব্যাঙ্ক সূচকও আজ ৪০০ পয়েন্ট পড়েছে। নিফটি মেটাল সূচকে আজ সবথেকে বেশি পতন এসেছে, ২.৭৪ শতাংশ পড়েছে এই সূচক।
সেনসেক্সের হাল
গত দুদিন ধরে সেনসেক্স এবং নিফটি উভয় সূচকেই এসেছে দারুণ উত্থান। কিন্তু আজ ফের পতনে বন্ধ হল বাজার। আজ সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে কেবল এসবিআই এবং টিসিএসের শেয়ারে এসেছে উত্থান, বাকি ২৮টি শেয়ারের দাম পড়েছে আজ।
ব্যাঙ্ক নিফটিও ঝিমিয়ে পড়েছে
বিগত ২ দিন ধরে ব্যাঙ্ক নিফটিতেও এসেছে বিপুল উত্থান। কিন্তু আজ সাড়া দিল না ব্যাঙ্ক নিফটি। ৪০০ পয়েন্ট পড়ে গিয়েছে এই সূচক। ৫১,৯১৬-এর স্তরে এসে বন্ধ হয়েছে এই সূচক। ১২টি শেয়ারের মধ্যে আজ এই সূচকের ৯টি শেয়ারেই পতন এসেছে।
বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন
বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন আজ সকালের আগে ছিল ৪৫২ লক্ষ কোটি টাকা, সেখান থেকে আজকের বাজারে পতনের পর হয়ে গিয়েছে ৪৪৮.৪৮ লক্ষ টাকা। অর্থাৎ আজকের বাজারে বিনিয়োগকারীদের ৪.৫০ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Sachin Tendulkar: সচিনের ৫ কোটি হয়ে গেল ৭২ কোটি! 'এই' কোম্পানি বহু মানুষকে ধনী করেছে