Sensex Today: আজ ৩ অক্টোবর বৃহস্পতিবারের ট্রেডিং সেশন ভারতীয় শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য খুবই হতাশাজনক ছিল। বাজারে আজ বিপুল সেল অফের কারণে আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কিং, আইটি এবং অটো সেক্টরের শেয়ারে বিপুল সেল অফ দেখা গিয়েছে আজকের বাজারে (Stock Market Crash)। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিও বাজারে পতনের সম্মুখীন হয়েছে। বাজার বন্ধের সময় আজ সেনসেক্স সূচক ১৭৬৯ পয়েন্ট পড়ে ৮২,৪৯৭ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (Sensex Today) সূচক নিফটি ৫০ আজ ৫৪৬ পয়েন্ট পড়ে ২৫,২৫০-এর স্তরে বন্ধ হয়।


কোন সেক্টরে কী হাল


আজকের ট্রেডিং সেশনে বেশিরভাগ শেয়ারেরই দাম কমেছে। বিপুল সেল অফ দেখা গিয়েছে ব্যাঙ্কিং শেয়ারে। নিফটি ব্যাঙ্ক সূচকের ১২টি স্টকের মধ্যে ১১টি স্টকই পতনের সঙ্গে বন্ধ হয়েছে। একটি স্টকেই কেবল উত্থান দেখা গিয়েছে। নিফটি ব্যাঙ্ক ১০৭৭ পয়েন্ট ধসে বন্ধ হয়েছে আজ। এছাড়া অটো, আইটি, ফার্মা, এনার্জি, এফএমসিজি, রিয়েল এস্টেট, মিডিয়া, মেটাল, কনজিউমার ডিউরেবল, হেলথকেয়ার, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের শেয়ারে সেল অফ এসেছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকেও এসেছে বিপুল পতন। নিফটি মিডক্যাপ সূচক ১৩৩৩ পয়েন্ট, স্মলক্যাপ সূচক ৩৭৮ পয়েন্ট কমে বন্ধ হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ভিক্স আজকের বাজারে ৯.৮৪ শতাংশ লাফ দিয়ে ১৩.১৭ পয়েন্টে বন্ধ হয়েছে।


৯.৬০ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা


আজ বাজারে বিপুল সেল অফের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন ৪৬৫.২৫ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে যা গত সেশনে ছিল ৪৭৪.৮৬ লক্ষ কোটি টাকা। ফলে আজকের সেশনে বিনিয়োগকারীদের মোট ৯.৬০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে।


কোন শেয়ারের দাম বাড়ল, কোন শেয়ারে পতন


আজকের বাজারে পতনের কারণে সবথেকে বেশি দাম পড়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম স্টকের যা ৬.৭১ শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে। এছাড়াও ডাবর ইন্ডিয়া ৬.২৭ শতাংশ, জিএমআর এয়ারপোর্ট ৫.৬৪ শতাংশ, গোদরেজ প্রপার্টিজ ৫.৫৭ শতাংশ কমেছে। অন্যদিকে পাওয়ার ফিনান্স ৫.৩৭ শতাংশ, ডিএলএফ ৫.৩৫ শতাংশ, বিপিসিএলের শেয়ার ৫.২৭ শতাংশ কমেছে। যে যে শেয়ারগুলির দাম বেড়েছে তার মধ্যে রয়েছে পেট্রোলনেট এলএনজি ৫.৯১ শতাংশ, মহামাগার গ্যাস ২.৮১ শতাংশ, জিন্দাল স্টিল ১.৫২ শতাংশ, ম্যারিকোর শেয়ার ০.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন: SBI Branch: এই বছরই দেশে আরও ৬০০ শাখা খুলবে SBI, বাড়তি সুবিধে পাবেন গ্রাহকরা