Stock Market Today: আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে প্রচণ্ড ভোলাটাইল ছিল বাজার এবং বাজারে অনিশ্চয়তা ছিল তুঙ্গে আর তাই বম্বে স্টক এক্সচেঞ্জের (Stock Market Closing) সূচক সেনসেক্স ৮৮০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে। ভারত-পাক ক্রমবর্ধমান উত্তেজনার আবহে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব কাজ করেছে। কিছু কিছু সেক্টরে (Stock Market Crash) জোর দেখা গেলেও সামগ্রিকভাবে বাজারে ধস নেমেছে আজ। সেনসেক্স সূচক আজ ১.১০ শতাংশ পড়ে ৭৯,৪৫৪-এর স্তরে বন্ধ হয়েছে (Sensex Today) আর অন্যদিকে নিফটি ৫০ সূচক ১.১০ শতাংশ পড়ে ২৪,০০৮-এর স্তরে এসে বন্ধ হয়েছে।

নিফটি সূচকের মধ্যে সবথেকে বেশি পতন দেখা দিয়েছে আইসিআইসি ব্যাঙ্ক, পাওয়ারগ্রিড কর্পোরেশন, আল্ট্রাটেক সিমেন্ট, শ্রীরাম ফিনান্স, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ ইত্যাদি স্টকে। অন্যদিকে টাইটান, টাটা মোটরস, লারসেন টারবো, ভারত ইলেক্ট্রনিক্স, হিরো মোটোকর্প আজকের বাজারের টপ গেনার্স রয়েছে। বিএসই মিডক্যাপ ও বিএসই স্মলক্যাপ সূচকে আজ চাপ ছিল বেশ অনেকটাই। মিডক্যাপ সূচক আজ ০.২ শতাংশ পড়ে গিয়েছে। আর বিএসই স্মলক্যাপ সূচক আজকের বাজারে ০.৫ শতাংশ পড়ে গিয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বাজারে নেতিবাচক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

কোন সেক্টরে কী হাল

সেক্টরের দিকে দেখলে বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সবথেকে খারাপ পারফরম্যান্স রয়েছে আজ রিয়েল এস্টেট সেক্টরের। নিফটি রিয়েলটি সূচক আজ ২.৫ শতাংশ ধসে গিয়েছে, প্রাইভেট ব্যাঙ্কিং সেক্টরেও এসেছে ১.৩ শতাংশের পতন। তবে মিডিয়া, কনজিউমার ডিউরেবলস, পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইত্যাদি সেক্টরে ০.৮ থেকে ১.৬ শতাংশের উত্থান নজরে এসেছে আজ।

কী কারণে আজ এই পতন

প্রথমত, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে নেতিবাচক মনোভাব ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এই ভারত-পাক উত্তেজনার আবহে কত কারেকশন আসবে বাজারে তা ধারণা করতে পারছেন না বিশেষজ্ঞরাও।

দ্বিতীয়ত, ভারত ও মার্কিনি মুলুকের মধ্যে বাণিজ্য চুক্তির কোনও আকাঙ্ক্ষিত ফলাফল নজরে আসছে না বিনিয়োগকারীদের। আর তাই এই আবহে ইকুইটির মত ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা লাগাতে চাইছেন না অনেকেই।

তৃতীয়ত, ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি অনেকটা কমে যাওয়ায় এখন আন্তর্জাতিক স্তরে এই ক্রুড অয়েলে ভ্যালু বাইং চলছে। ফলে বাজারে এখন আগ্রহ অনেকটা কমে গিয়েছে।

চতুর্থত, টাকার দাম মার্কিন ডলারের নিরিখে পড়ে যাওয়ায় দালাল স্ট্রিটে ব্যাপক সেলিং প্রেসার দেখা যাচ্ছে।

পঞ্চমত, বৈশ্বিক বাজারেও মজবুত উত্থানের ইঙ্গিত নেই। আজ সকাল থেকেই সাংহাই ও হেনসেং সূচক লালেই ছিল। আর এতেও ক্ষুণ্ণ হয়েছে ভারতের বিনিয়োগকারীদের মনোভাব।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)