Sensex Today: ভারতের শেয়ার বাজারে সেল অফের চাপ প্রবল হয়ে উঠল আজ, সপ্তাহের শেষ ট্রেডিং দিনে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকালেই বিরাট ধস নামল সূচকে। সকালে বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটি সূচকে (Stock Market Crash) বড় পতন এসেছে। আজ আবারও নতুন করে ট্রাম্পের কর হুমকির জেরে ধস নেমেছে শেয়ার বাজারে। আর একইসঙ্গে ডিসেম্বর মাসের মূল জিডিপির তথ্য প্রকাশের দিন সামনেই আর তাই এই আবহে (Sensex Today) বাজারে বিনিয়োগকারীদের মনোভাব বদলে গিয়েছে। প্রায় ১.৫ শতাংশের কাছাকাছি পতন এসেছে সেনসেক্স এবং নিফটি সূচকে। আর অন্যদিকে বিএসই মিডক্যাপ এবং বিএসই স্মলক্যাপ সূচকেও ২ শতাংশ পতন এসেছে।
আজ সকাল ১০টার সময় সেনসেক্স এক ধাক্কায় ১০০৯ পয়েন্ট পরে যায়, অর্থাৎ ১.৩৫ শতাংশ ধস নামে শেয়ার বাজারে। সূচক নেমে আসে ৭৩,৬০২.৭০ পয়েন্টে আর নিফটি ৫০ সূচক পড়ে যায় ৩১২.২৫ পয়েন্টে অর্থাৎ ১.৩৯ শতাংশ ধস নেমেছে বাজারে। আর নিফটির সমস্ত স্টকের মধ্যে আজকের বাজারে ২৬৫২টি স্টকের দাম কমেছে এবং মাত্র ৫১৯টি স্টকে সবুজ সঙ্কেত দেখা গিয়েছে।
নিফটি ৫০ সূচকের স্টকগুলির মধ্যে ইনফোসিস, উইপ্রো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টেক মহিন্দ্রার শেয়ারে সবথেকে বেশি পতন এসেছে। আর একইসঙ্গে গ্রাসিম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, শ্রীরাম ফিনান্স, কোল ইন্ডিয়ার শেয়ারে সবথেকে বেশি মুনাফা এসেছে আজকের বাজারে।
বৃহস্পতিবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডা এবং মেক্সিকোর উপরে ২৫ শতাংশ কর আরোপের ঘোষণা করে বলেছেন এই কর ধার্য হবে আগামী ৪ মার্চ থেকেই। আর এরই সঙ্গে জুড়ে গিয়েছে চিনা আমদানির উপরে অতিরিক্ত ১০ শতাংশ কর। এর আগে চিনা পণ্য আমদানির উপরে ২০ শতাংশ কর ঘোষণা করেছিলেন ট্রাম্প, এর সঙ্গেই জুড়ে যাবে বাড়তি এই ১০ শতাংশ করও। আর এই কারণে ফেব্রুয়ারি মাসে নিফটি ৫০ সূচক ৪ শতাংশের বেশি পড়ে গিয়েছে যা কিনা টানা ৫ মাস ধরে পতন চলার ফলে ২৯ বছরের ইতিহাসে রেকর্ড গড়েছে। সেপ্টেম্বরের রেকর্ড উচ্চতা থেকে ১৪ শতাংশ পড়ে গিয়েছে বাজার আর তার মূল কারণ হল বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিপুল সেলঅফের প্রাধান্য।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Silver Price: আরও সস্তা হল সোনা, বিয়ের মরশুমে এবার কমবে খরচ ! আজ কিনলে কত দামে পাবেন ?