Share Market Update: সিদ্ধান্তহীনতায় ভুগছে মার্কেট। অস্থিরতার বাজারে এদিনও দুটি সংখ্যার ওপর তাকিয়ে ছিলেন আমানতকারীরা। সবার নজর ছিল নিফটির এই নম্বরের ওপর। শেষ পর্যন্ত ১৭,৪০০-র ওপরে গিয়েও নিফটির দৌড় থামল ১৭,৩০৪-এ। 


Stock market Update: সূচক ছুটল কোন দিকে ?
এদিন সকাল কিছু সময় লাল থাকলেও বেলা বাড়াতেই উঠতি থাকে বাজার। তবে দুপুরের পর আতঙ্ক বাড়তে থাকে বিনিয়োগকারীদের। ফের রেড জোনে চলে যায় বাজার। দিনের শেষে ১ শতাংশ পড়ছে ব্যাঙ্কের সূচক। সেখানে পাওয়ার ইনডেক্স বেড়েছে প্রায় ২ শতাংশ। যেটা চিন্তার বিষয়, এদিন লালেই থামে BSE midcap ও smallcap ইনডেক্স।


Share Market Update: এদিন বেঞ্চমার্ক সূচকগুলিতে অস্থিরতা জারি থাকে।নিফটি ১৭৩০০ পয়েন্ট ধরে রাখতে সক্ষম হয়। সেনসেক্স ১০৪.৬৭ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে ৫৭,৮৯২.০১-তে চলে আসে। সেখানে নিফটি ১৭.৬০ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে ১৭,৩০৪.৬০ এ দৌড় শেষ করে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ১৭,৩০০-র নিচে নিফটি গেলেই ফের বাড়তেপারে বিপদ। সেই ক্ষেত্রে ১৭,০০০-এ একটা সাপোর্ট নিতে পারে নিফটি। তাতে অসফল হলে ফের ১৬,৮০০-তে রয়েছে মজবুত সাপোর্ট। সেখান থেকে ফের ঘুরতে পারে বাজার। তবে ১৬,৮০০-র ঘরে গেলে নিফটি কমপক্ষে ৩-৪ শতাংশ পড়ে যাবে। যার মারাত্মক প্রভাব পড়বে বাজারে।


Stock market Update: দাম পড়লেই কিনে নিন


মার্কেট অ্যানালিস্টরা বলছেন, এই বাজারে সূচক তলানিতে গেলেও সুযোগের সদ্ব্যাবহার করা উচিত বিনিয়োগকারীদের। ফান্ডামেন্টালি স্ট্রং স্টক দেখে লম্বা সময়ের জন্য লগ্নি করা যেতে পারে। সেই ক্ষেত্রে লার্জ ক্যাপ , মিড ক্যাপের দিকেই ঝোঁকা ভাল। সেই ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই কম থাকবে। তবে টানা তিন দিন অস্থিরতার বাজারে সাইডওয়াইজ চলছে মার্কেট। সেই ক্ষেত্রে আমেরিকায় সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন টেনশনের দিকে তাকিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছে দালাল স্ট্রিট। সেই ক্ষেত্রে মার্চ পর্যন্ত ১৭,৬০০-র মধ্যেই ঘোরাফেরা করতে পারে বাজার।