নয়াদিল্লি: নতুন ইংরেজি বছরের শুরুতে শেয়ার বাজারে ইতিবাচকভাবেই লেনদেন শুরু হল। শেয়ার বাজারে ২০২২-এর প্রথম দিনের লেনদেনে শুরুতেই তেজিভাব রয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্চ (বিএসই) –র সূচক এদিন শুরুতেই ৩৩৫.৭৮ পয়েন্ট অর্থাৎ ০.৫৮ শতাংশ বেড়ে ৫৮,৫৮৯.৬০-র স্তরে পৌঁছে যায়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ (এনএসই)-র সূচক নিফটিরও অভিমুখও উঠতির দিকেই। নিফটি ৮৯.৪৫ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়েছে। দিনের শুরুতেই নিফটি পৌঁছে যায় ১৭,৪৪৩.৫০ পয়েন্টে।
নতুন বছরের প্রথম লেনদেনে আন্তর্জাতিক শেয়ার বাজারে মিশ্র সংকেত লক্ষ্য করা গেছে। SGX NIFTY তে সামান্য পতন দেখা গিয়েছে। কিন্তু DOW FUTURES-এ ১৭০ পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছে। এশিয়ার মধ্যে আজ জাপানের শেয়ার বাজার বন্ধ।
অটো সেক্টর
ডিসেম্বরে অটো বিক্রির পরিসংখ্যান ছিল মিশ্র। TATA MOTORS-এর ঘরোয়া বিক্রি ২৪ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল। কিন্তু মারুতির ক্ষেত্রে বিক্রি ৪ শতাংশ কমেছিল। M&M ১১ শতাংশ বেশি গাড়ি বিক্রি করেছিল। যদিও ট্রাক্টরের বিক্রি ১৯ শতাংশ কমে গিয়েছিল। অন্যদিকে, ডিসেম্বরে EICHER MOTORS-এর বিক্রি ভালো ছিল। ROYAL ENFIELD-এর বিক্রিতে বৃদ্ধি দেখা দিয়েছিল। হিরো মোটরসের বিক্রিও প্রায় ১২ শতাংশ কমেছিল। ESCORTS-এর বিক্রিও দুর্বল ছিল। এতে ৩৯ শতাংশ হ্রাস দেখা গিয়েছিল।
নিফটিতে যে সমস্ত স্টকে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে টাটা মোটর্স, কোল ইন্ডিয়া, মারুতি ও আইচার। অন্যদিকে, সিপলা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, হিন্দালকো ও অন্যান্য ক্ষেত্রে সূচক নিম্নমুখী। এর আগে শেয়ার বাজারে সপ্তাহ, মাস ও বছরের শেষ লেনদেনের দিন তেজিভাব ছিল।