Sensex Today: গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংস্কারের ঘোষণা করেছেন আর এরই প্রভাবে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। জিএসটি সংস্কারের বড় প্রভাব এসে পড়েছে স্টক মার্কেটেও। দৌড় শুরু হয়েছে বাজারে (Stock Market)। আজ সকালেই ৮০০ পয়েন্টের লাফ দিয়েছে বাজার, পরে সকাল ১০টা ১৭ নাগাদ কিছুটা নেমে আসে সূচক। তবু ৬০০ পয়েন্ট উপরেই ট্রেড করছে সেনসেক্স (Sensex Today)। অন্যদিকে নিফটি ৫০ সূচকও ২৫ হাজারের কাছেই ট্রেড করছে। আজ সকালেই ৩০ শেয়ারের সেনসেক্স সূচক ৮৮৮ পয়েন্ট লাফিয়ে ৮১,৪৫৬-র স্তরে ট্রেড করছিল, নিফটি ৫০ সূচকও ২৬৫ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে সঙ্গে ২৪৯৮০-এর স্তরে ট্রেড করছিল।

Continues below advertisement

আজকের বাজারের শুরুতেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল গিফট নিফটি। সকাল ৯টার দিকে ১০০ পয়েন্টেরও বেশি বেড়ে সূচক ২৪,৯৫০ পয়েন্ট অতিক্রম করেছিল। প্রি-মার্কেট সেশনে উভয় বেঞ্চমার্ক সূচক আকাশ ছুঁয়েছে। প্রতিটি সূচক ১ শতাংশের বেশি উঠে গিয়েছে। সকাল ৯টা ৫ নাগাদ প্রি মার্কেট সেশনে সেনসেক্স ১২০০ পয়েন্টেরও বেশি বেড়ে ৮১,৭৫০ স্তর অতিক্রম করেছে।

৩০টি শেয়ারের সেনসেক্স সূচকের মধ্যে আজ সবথেকে বেশি দাম বাড়তে দেখা গিয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, হিন্দুস্তান ইউনিলিভার, আলট্রাটেক সিমেন্টের শেয়ারে। অন্যদিকে পিছিয়ে থাকা শেয়ারগুলির মধ্যে রয়েছে এনটিপিসি, ইটারনাল, টাটা স্টিল, রিলায়েন্স, আর এইচসিএল টেক। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস সূচক আজ ০.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অটো সেক্টর আজ সবুজে সবুজ, অটো সূচক ২.২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মুনাফাকারী সূচকের মধ্যে রয়েছে এফএমসিজি, ফিনান্সিয়াল সার্ভিসেস ও ব্যাঙ্ক সূচক যা ১.৫১ শতাংশ ও ১.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেটাল সূচক যদিও আজ ০.৩৯ শতাংশ হ্রাস পেয়েছে।

Continues below advertisement

বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে ৫ শতাংশ ও ১৮ শতাংশ এই দুই স্তরীয় নতুন জিএসটি কাঠামো গ্রহণের পরে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের উপরে ৪০ শতাংশ বা তার বেশি জিএসটি ধার্য করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন জিএসটি বিল। এর ফলে ১২ শতাংশ ও ১৮ শতাংশের স্ল্যাব বাদ দেওয়া হয়েছে। মোদির কথা অনুযায়ী এটাই হয়ত সাধারণ মানুষের কাছে ‘ডবল দিওয়ালি গিফট’।

মানুষের ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে জিএসটিও কমানো হয়েছে অনেকাংশে। আর এর ফলে মাখন, ঘি, জ্যাম, ড্রাই ফ্রুট, বিস্কুট, পেস্ট্রি, আইসক্রিম, নমকিন, বোতলজাত জল, ফলের রস, দুধ ভিত্তিক পানীয়ের মত নিত্য প্রয়োজনীয় জিনিস ১৮ শতাংশের স্ল্যাব থেকে কমে এসেছে ৫ শতাংশের জিএসটি স্ল্যাবে। ২৫০০ টাকা পর্যন্ত দামের জুতো আর পোশাকের উপরে ৫ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে। আগে এই সীমা ধার্য করা ছিল ১০০০ টাকায়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)